Alipurduar: নাবালিকাকে ধর্ষণ-খুনে জেল খেটেছেন, এবার বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত যুবক

Physically Harassed: চিকিৎসার জন্য বৃদ্ধাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পাওয়ার পরই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে জয়গাঁ থানার পুলিশ। গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। এদিন অভিযুক্ত যুবককে আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ।

Alipurduar: নাবালিকাকে ধর্ষণ-খুনে জেল খেটেছেন, এবার বৃদ্ধাকে ধর্ষণে অভিযুক্ত যুবক
ধৃতকে এদিন আদালতে তোলা হয়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 22, 2025 | 5:25 PM

আলিপুরদুয়ার: নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে সাত বছর জেল খেটেছেন। বর্তমানে জামিনে রয়েছেন। জামিনে থাকাকালীন এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। শুধু ধর্ষণ নয়, বৃদ্ধাকে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে। অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে আলিপুরদুয়ারে জয়গাঁ থানা এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধার বাড়ির লোকের বাইরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। সেই সুযোগে প্রতিবেশী ওই যুবক বৃদ্ধার বাড়িতে ঢুকে পড়েন বলে অভিযোগ। বৃদ্ধাকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, বৃদ্ধাকে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ। বৃদ্ধার ঠোঁট কেটে দেন। এরপর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক।

খবর পেয়ে বাড়িতে পৌঁছান বৃদ্ধার ছেলে। দেখেন, তাঁর মায়ের ঠোঁট কেটে রক্ত পড়ছে। চিকিৎসার জন্য বৃদ্ধাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পাওয়ার পরই যুবকের খোঁজে তল্লাশি শুরু করে জয়গাঁ থানার পুলিশ। গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। এদিন অভিযুক্ত যুবককে আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ। তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।  

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে। প্রতিবেশী এক নাবালিকাকেই ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় সাত বছর জেলে থেকেছেন। ২০২৩ সালে কলকাতা হাইকোর্ট থেকে ওই মামলায় জামিন পান। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে এক বৃদ্ধাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।