Mahananda Express: দ্রুত গতিতে ছুটছিল মহানন্দা এক্সপ্রেস, আচমকা পড়ে গেলেন মহিলা, মুহূর্তেই চলে গেল প্রাণ

Train Accident: আলিপুরদুয়ারের হ্যামিলন্টনগঞ্জ স্টেশনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ সেখানে মহানন্দা এক্সপ্রেস থেকে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। রেল সূত্রে খবর, ওই মহিলার নাম বিনীতা কুমারি সাহানি (৩৮)।

Mahananda Express: দ্রুত গতিতে ছুটছিল মহানন্দা এক্সপ্রেস, আচমকা পড়ে গেলেন মহিলা, মুহূর্তেই চলে গেল প্রাণ
ট্রেন দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2025 | 5:58 AM

আলিপুরদুয়ার: ট্রেন থেকে পড়ে দুর্ঘটনার কথা নতুন কিছু নয়। কখনও নিজের অসাবধানতায়, কখনও বা ট্রেনের দরজার কাছে ঝুলতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় বহু মানুষের। সেই রকমই এবার ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। তবে এই ঘটনায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

আলিপুরদুয়ারের হ্যামিলন্টনগঞ্জ স্টেশনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ সেখানে মহানন্দা এক্সপ্রেস থেকে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। রেল সূত্রে খবর, ওই মহিলার নাম বিনীতা কুমারি সাহানি (৩৮)। তিনিই এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়েছেন। তবে প্রশ্ন উঠছে চলন্ত ট্রেন থেকে মহিলা পড়ে গেলেন কীভাবে? প্রাথমিকভাবে অনুমান তিনি হয় গেটের কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় হয়ত দুর্ঘটনা ঘটেছে, নতুবা কেউ তাঁকে ধাক্কা দিয়েছে।

এ দিকে, মহিলা পড়ে গিয়েছে জানতে পারেই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও হাসিমারা দমকল কেন্দ্রের কর্মীরা। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।