Alipurduar: পরপর পড়ে আছে ডিমের কার্টুন, দেখেই সন্দেহ হয়, বোমা নয়, খুলতেই যা বেরল…

Sujit Roy | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 27, 2025 | 12:03 AM

Alipurduar: আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকার ঘটনা। বুধবার সন্ধ্যে নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ মেন্দাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভাণ্ডানি সেতুর নীচে অভিযান চালায়।

Alipurduar: পরপর পড়ে আছে ডিমের কার্টুন, দেখেই সন্দেহ হয়, বোমা নয়, খুলতেই যা বেরল...
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: সেতুর নীচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডিমের কার্টুন। দেখেই সন্দেহ হয়েছিল। আর সেই কার্টুন খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। স্থানীয় বাসিন্দারাই খবর দিয়েছিলেন, তার ভিত্তিতে তল্লাশি চালাতে যায় পুলিশ। একে একে সেগুলি খোলা হয়।

আর সেই বাক্সে পরপর বোতল। কার্টুন থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ নিষিদ্ধ কফ শিরাপ। আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকার ঘটনা। বুধবার সন্ধ্যে নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ মেন্দাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ভাণ্ডানি সেতুর নীচে অভিযান চালায়। ভাণ্ডানি সেতুর নীচেই পড়েছিল কয়েকটি ডিমের কার্টুন। সেই কার্টুন ভেতর থেকে উদ্ধার হয় ৮২৫ বোতল নিষিদ্ধ কফ শিরাপ।

মনে করা হচ্ছে, এই কফশিরাপগুলো পাচার করার উদ্দেশে এই সেতুর নীচে রাখা হয়েছিল। তা চোরাপথে ডুয়ার্স ও ভুটানে পাচারের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা, এমনটাই অনুমান পুলিশের। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ ধরা পড়েনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Next Article