
আলিপুরদুয়ার: চারদিন ধরে খোলা আকাশের নীচে পড়ে রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। পড়ে আছে ওএমআর শিট। আলিপুরদুয়ার থানার সামনে একটি গাড়ি ভর্তি রয়েছে প্রশ্নপত্রে। ভরা বর্ষায় এভাবে অযত্নে কেন পড়ে আছে প্রশ্নপত্র!
আগামী সোমবার উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। উদ্বেগে রয়েছে পড়ুয়ারা। অনেক জায়গাতেই প্রশ্নপত্র ও ওএমআরশিট পৌঁছে গিয়েছে। কিন্তু কোনও নিরাপদ জায়গায় সে সব না রেখে এভাবে গাড়ির মধ্যে ফেলে রাখা হল কেন? সেই প্রশ্ন উঠেছে আলিপুরদুয়ারে। পুলিশ ও প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন অনেকেই।
এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই গাড়ির চালকও। আরিফ যাদব নামে ওই গাড়ির চালক জানান, গত ১ সেপ্টেম্বর ওই জায়গায় প্রশ্নপত্র নিয়ে এসেছেন তিনি। গাড়ির মধ্যে রয়েছে সিল করা প্রশ্নপত্র। দিনে ৮০০ টাকা করে পাচ্ছেন তিনি। থানার তরফে তাঁকে ব্যবস্থা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেটা হচ্ছে না বলেই অভিযোগ।
কবে গাড়ি খালি হবে? জানেন না চালকও। সংশ্লিষ্ট জায়গাগুলোতে ফোন করছেন, কিন্তু কোনও লাভ হচ্ছে না। কেউ সাড়া দিচ্ছেন না বলেই জানিয়েছেন ওই চালক। রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি।
জেলা প্রশাসন সূত্রের খবর, এই প্রশ্নপত্রগুলি থানার ভিতরে সুরক্ষিত করে রাখা হবে। কিন্তু কবে, কীভাবে রাখা হবে, তা কেউ জানে না। সোমবার রাতে এই গাড়ি আলিপুরদুয়ারে পৌঁছয়। প্রশাসন এ ব্যাপারে বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
এ ব্যাপারে উচ্চমাধ্যমিকের যুগ্ম আহবায়ক ভাস্কর মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে তাঁদের কাছে কোনও নির্দেশ নেই, প্রশাসনের কোনও গাফিলতি আছে কি না, এই প্রশ্নের তিনি কোনও উত্তর দিতে চাননি।