
আলিপুরদুয়ার: কিছুদিন আগেই শিশু চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। আলাপ জমানোর অছিলায় দিনে-দুপুরে কোলের শিশুকে নিয়ে চম্পট দিয়েছিল মহিলা। যদিও শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছিল শিশুটিকে। এবার যেন একই ঘটনার প্রতিচ্ছবি আলিপুরদুয়ারে। পরিস্থিতি এমন দাঁড়াল যে এক্কেবারে স্নিপার ডগ নিয়ে মাঠে নামতে হল পুলিশকে। তবে এখনও পর্যন্ত শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। চরম উদ্বেগে পরিবার।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আলিপুরদুয়ারের সাউথ চেচাখাতা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাঁদের এলাকায় এ ধরনের ঘটনা আগে কোনওদিনই ঘটেনি। কিন্তু এবার একেবারে ঘর থেকে সাত মাসের ওই শিশুটিকে নিয়ে পালাল চোর। ঘটনাটি ঘটে এদিন দুপুর দু’টো নাগাদ। পরিবার সূত্রে খবর, দেবদৃতা ঘোষ নামে ওই শিশু কন্যার মা এদিন দুপুরে তাকে ঘরে রেখে স্নানে গিয়েছিলেন। কিন্তু ফিরে এসে আর দেখা মেলেনি শিশুটির। তখনই বুঝে যান কী হয়েছে! খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
সোজা পুলিশের দ্বারস্থ হন বাবা জয়দীপ ঘোষ। তিনি বলছেন, “বাবাকে খেতে দিয়ে আমার বউ স্নানে গিয়েছিল। স্নান করে ও যখন ফিরে আসে তখন দেখে ঘরে আর বাচ্চাটি নেই। গোটা এলাকায় খোঁজ করা হল। কোথাও পাওয়া গেল না। দুপুর দুটো নাগাদ যখন এটা হয় তখন কিন্তু বাচ্চাটা একদমই ঘুমিয়ে ছিল।” এদিকে ঘটনার কথা শোনার পরই তৎপর হয় পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় খোঁজ। বিভিন্ন এলাকায় চলে নাকা তল্লাশি। রেল স্টেশনেও চলে নজরদারি। স্তম্ভিত এলাকার লোকজনও। সকলের একটাই দাবি, যে করেই হোক দ্রুত দুষ্কৃতীদের পাকড়াও করুক পুলিশ।