Alipurduar University: দুর্বল ইন্টারনেট পরিষেবা, কলেজের মাঠে নোংরা-আবর্জনার মধ্যেই বসে পরীক্ষা দিল পড়ুুয়ারা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2022 | 8:10 PM

North Bengal: প্রান্তিক এলাকায় পড়ুয়াদের দুর্ভোগ বেশি। বিশেষ করে ইন্টারনেট সমস্যা তো রয়েছেই।

Alipurduar University: দুর্বল ইন্টারনেট পরিষেবা, কলেজের মাঠে নোংরা-আবর্জনার মধ্যেই বসে পরীক্ষা দিল পড়ুুয়ারা
নোংরা আবর্জনায় বসে কলেজ পড়ুয়ারা (নিজস্ব ছবি)

Follow Us

আলিপুরদুয়ার: অনলাইনে পরীক্ষা ওঁদের। কিন্তু সেই পরীক্ষা দিতে গিয়েও হয়রানি। প্যারেড গ্রাউন্ডে খোলা আকাশের নীচে পরীক্ষায় বসল ছাত্র-ছাত্রীরা। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী, অনলাইনে পরীক্ষা শেষ হওয়ার দু’ঘন্টার মধ্যে উত্তর পত্রের পিডিএফ তৈরি করে আপলোড করতে হবে। আর তা কলেজেই জমা দেবে ছাত্রীরা। পরবর্তীতে অন লাইন ও অফলাইন দুভাবেই উত্তর পত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা তেমনই নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রান্তিক এলাকায় পড়ুয়াদের দুর্ভোগ বেশি। বিশেষ করে ইন্টারনেট সমস্যা তো রয়েছেই। এছাড়া বাগান এলাকায় যাতায়াতের সমস্যা বড়ো আকার নিয়েছে। তাই বাধ্য হয়ে পড়ুয়াদের বড়ো অংশ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সংলগ্ন এলাকাতে পরীক্ষা দিয়েছেন। কয়েকজন পরীক্ষার্থী আবার কলেজের বাইরে পাকা বিল্ডিং এর নীচেও পরীক্ষা দিয়েছেন।

সূত্রের খবর, ১৭ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। তবে পরীক্ষা অনলাইনে দেওয়ার নির্দেশিকা থাকলেও অফলাইনকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর উত্তর পত্র অনলাইনে আপলোড করতে হবে। কেউ চাইলে অফলাইনেও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উত্তরপত্র জমা দিতে পারবেন বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

এবার উত্তরপত্র জমা দিতে গিয়েই বিপত্তি। একাধিক জায়গায় ইন্টারনেট সমস্যার জন্য অনলাইনে উত্তর পত্র আপলোড করা যায় না। আবার পড়ুয়াদের একাংশ এখনও অনলাইন পরীক্ষায় সড়গড় হয়ে উঠতে পারেনি।এছাড়া যাতায়াতের সমস্যা রয়েছেই । অনেক সময় যানবাহনের সমস্যা বড়ো আকার নেয় ।ফলে নির্দেশিকা মেনে উত্তর পত্র জমা দিতে সমস্যার কথা ভেবে কলেজ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে পরীক্ষা দেয় পড়ুয়ারা।অনেক পড়ুয়া কলেজ সংলগ্ন এলাকায় বাড়িতে পরীক্ষা দিতে দেখা যায় । সুজাতা ওঁরাও নামে এক ছাত্রী বলেন, “এলাকায় ইন্টারনেটের সমস্যা রয়েছে । তাই অনেকেই কলেজ চত্ত্বরের নোংরা প্যারেড গ্রাউন্ডে এসে পরীক্ষা দিলেন।”

এই বিষয়ে আলিপুরদুয়ারে মহিলা কলেজে প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, “পড়ুয়াদের কলেজে এসে পরীক্ষা দেওয়ার অনুমতি মেলেনি। ফলে সমস্যা হওয়াটা স্বাভাবিক। উত্তরপত্র লিখে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় তো কোনও নির্দেশ দেয়নি যে কলেজে পরীক্ষা নেওয়া যাবে। কলেজে বসে পরীক্ষা দিতে পারবে না। কোথায় বসে পরীক্ষা দিচ্ছে তা আমাদের জানা নেই। এটা দুর্ভাগ্যজনক।”

আরও পড়ুন: COVID Bulletin:স্বস্তি দিচ্ছে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কোন জেলায় কেমন পরিস্থিতি?

 

Next Article