Alipurduar: এসে গেল পুজো, তার আগে বোনাস না পেয়ে বিক্ষোভ চা বাগানের কর্মচারিদের

Tea garden: জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলায় এখনও পঞ্চাশ শতাংশ চা বাগানে বোনাস হয়নি।যদিও শ্রমদফতরের ডেপুটি লেবার কমিশনার জানিয়েছেন, ২৪ তারিখের মধ্যে সব বাগানে বোনাস দিয়ে দেওয়া হবে। কিন্তু বোনাস না পেয়ে জেলার বেশ কিছু চাবাগানে শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়েছেন।

Alipurduar: এসে গেল পুজো, তার আগে বোনাস না পেয়ে বিক্ষোভ চা বাগানের কর্মচারিদের
আলিপুরদুয়ারে চায়ের বোনাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2025 | 12:53 PM

আলিপুরদুয়ার: দোরগোড়ায় পুজো। অথচ বোনাস নেই। সেই কারণে বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে জয় বীরপাড়া চাবাগানের শ্রমিকরা।মুখ্যমন্ত্রী যে সময় একের পর এক পুজো উদ্বোধন করছেন, সেই সময় চাবলয়ে বোনাসের দাবিতে নিরন্তর আন্দোলন করে যাচ্ছেন শ্রমিকরা।

জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলায় এখনও পঞ্চাশ শতাংশ চা বাগানে বোনাস হয়নি।যদিও শ্রমদফতরের ডেপুটি লেবার কমিশনার জানিয়েছেন, ২৪ তারিখের মধ্যে সব বাগানে বোনাস দিয়ে দেওয়া হবে। কিন্তু বোনাস না পেয়ে জেলার বেশ কিছু চাবাগানে শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়েছেন। তবে শুধু বোনায় নয়, মজুরী না পেয়েও পুজোর মুখে সঙ্কটে চা শ্রমিকরা।

আলিপুরদুয়ারে প্রশাসনিক স্তরে জানানো হয়েছে, এখন তিনটি বাগান বন্ধ রয়েছে। তার মধ্যে রয়েছে লঙ্কাপাড়া, রামঝোরা ও মধু। এই তিনটি চা বাগানে কর্মহীন প্রায় পাঁচ হাজার শ্রমিক। বেশ কিছু চাবাগান সরকারি খাতায় খোলা থাকলেও তা ধুঁকছে। কোনও-কোনও জায়গায় আবার বিনিয়োগকারী দিয়ে বাগান চালানো হচ্ছে। সেই বাগানগুলিতে মজুরী নিয়ে সঙ্কটে চা শ্রমিকরা।

একদিকে পুজা অপার ঢাকঢোল পিটিয়ে পুজোর উদ্বোধন অন্যদিকে খেতে ও বেঁচে থাকার তাগিদে পুজোর বোনাস ও মজুরীর দাবিতে শ্রমিকদের আন্দোলন। পাশাপাশি দুই চিত্র নাড়া দিচ্ছে চা বলয়ে।