Tea Garden: বন্ধ একের পর এক চা বাগান, আজ ত্রিপাক্ষিক বৈঠক শিলিগুড়িতে

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 06, 2023 | 7:35 AM

Tea Garden: এর আগেও বৈঠক হয়েছে। কিন্তু তা ভেস্তে গিয়েছে। আজ পুনরায় বৈঠক হতে চলেছে। আর তার দিকেই আপাতত তাকিয়ে তিনটি চা বাগানের শ্রমিক পরিবার। এই বিষয়ে বিজেপি চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর দলসিংপাড়া চা বাগান সভাপতি রাম তেলি জানান, "আমরা আশা করছি আগামিকাল বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হবে।"

Tea Garden: বন্ধ একের পর এক চা বাগান, আজ ত্রিপাক্ষিক বৈঠক শিলিগুড়িতে
আলিপুরদুয়ারে চা বলয়
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: আর কয়েকদিন পরই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পরপর তিনটি চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হচ্ছে বাগানে। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বন্ধ দলসিংপাড়া চা বাগান ও মাদারিহাট ব্লকের বন্ধ দলমোড় ,রামঝোরা চা বাগান নিয়ে শিলিগুড়ি শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হতে চলেছে।

এর আগেও বৈঠক হয়েছে। কিন্তু তা ভেস্তে গিয়েছে। আজ পুনরায় বৈঠক হতে চলেছে। আর তার দিকেই আপাতত তাকিয়ে তিনটি চা বাগানের শ্রমিক পরিবার। এই বিষয়ে বিজেপি চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর দলসিংপাড়া চা বাগান সভাপতি রাম তেলি জানান, “আমরা আশা করছি আগামিকাল বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হবে।” তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন দলসিংপাড়া চা বাগান সম্পাদক মহঃ সাজু বলেন, “আমরা চাই বাগান খুলুক খুব শীঘ্রই। শ্রমিক-মালিকদের দাবি মেনেই বাগান খুলে যাক।”

উল্লেখ্য, আলিপুরদুয়ারে ৫ টি চাবাগান বন্ধ। ধুঁকছে আরও কয়েকটি চা বাগান। চা বাগান বন্ধ হওয়ায় প্রফিডেন্ট ফান্ড, গ্র‍্যাচুয়িটি থেকেও বঞ্চিত হচ্ছেন হাজার অবসরপ্রাপ্ত শ্রমিক। বাগান বন্ধ হওয়ায় কাজ হারাচ্ছেন শয়ে শয়ে শ্রমিক। পরিযায়ী শ্রমিক হয়ে অনেকেই পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। এই পরিস্থিতিতে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Next Article