Bus Accident: বাইককে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি বাসের! মৃত ২, হাসপাতালে ভর্তি ১৩

Bus Accident: যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। আহত হন বাইকে থাকা দু’জনও। দ্রুত তাঁদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Bus Accident: বাইককে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি বাসের! মৃত ২, হাসপাতালে ভর্তি ১৩
ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আলিপুরদুয়ারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 27, 2025 | 9:23 PM

আলিপুরদুয়ার: ভয়াবহ পথ দুর্ঘটনা আলিপুরদুয়ারে। মৃত্যু হল দু’জনের। আহত ১৩ জন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। শেষে খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তবে এ ঘটনায় বাস চালকের কোনও দোষ নেই বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে খবর, বীরপাড়া থেকে ফালাকাটা যাচ্ছিল একটি বেসরকারি বাস। কিছুদূর যাওয়ার পর সামনে চলে আসে একটি বাইক। সেই বাইকের চালককে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তাতেই পাল্টি খেতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত বহু। 

যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। আহত হন বাইকে থাকা দু’জনও। দ্রুত তাঁদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোট আহতের সংখ্যা ১৩ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীরপাড়া থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।