আলিপুরদুয়ার: গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই আলিপুরদুয়ার সুুপারকে নির্দেশ দিয়ে বলেছিলেন, কেউ হয়ত হেরিটেজ বিক্রি করছে। যেই করে থাকুক, তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। কালচিনি এলাকায় লাগাতার তল্লাশি চালিয়ে উদ্ধার হল কাঠ ও আসবাবপত্র। বেআইনি কাঠ পাচারের অভিযোগে অবশেষে রবিবার গ্রেফতার করা হয় আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি তথা এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক পাশাং লামাকে। ২০১৯ সালে কালচিনি ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালচিনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা পাশাং লামার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জঙ্গলের কাঠ পাচারের অভিযোগ উঠে আসছিল। অবশেষে সমস্ত প্রমাণ পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় যারপরনাই অস্বস্তিতে জেলা তৃণমূল।
রবিবার, কালচিনিতে অভিযান চালান বনদফতরের আধিকারিক ও পুলিশ কর্তারা। যদিও তাঁরা এ নিয়ে বিশেষ কথা বলতে চাননি। এমনকী কার বাড়িতে এই বিশাল পরিমাণ অবৈধ কাঠের আসবাবপত্র মজুত করা ছিল সেই বিষয়েও প্রথমটা জানাতে চাননি প্রশাসনিক কর্তারা। তবে, গোটা বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং ফালাকাটা বিধায়ক দীপক বর্মণ জানান, “কালচিনি ব্লক তৃণমূল সভাপতি পাশাং লামা ঘর থেকে আজকেও কুড়ি থেকে ২৫ লক্ষে মূল্যের অবৈধ কাঠের আসবাবপত্র উদ্ধার হয়েছে। শুধু পাশাং লামা নয়, আরও অনেকে আলিপুরদুয়ার জেলার এই বনজ সম্পদ অবৈধ বিক্রি করে দিচ্ছে।”
বিজেপি বিধায়কের আরও সংযোজন, “ওই ব্যক্তি একজন মাফিয়া এটা সবাই জানে। শুধু হয়ত মাননীয়া মুখ্যমন্ত্রী জানতেন না। হেরিটেজ বিক্রি হচ্ছে এটা তিনি হঠাৎ করে জানতে পারলেন? এটাও আমাদের মানতে হবে! আসলে পশ্চিমবঙ্গে আলাদা করে কোনও নিয়ম নেই। সমস্তটাই মুখ্যমন্ত্রীর অঙ্গুলী হিলনে হয়েছে। এখানে যারা অপরাধী তারা পার পেয়ে যায়। যারা হয়ত একটু কথা শুনছেন না তাদের নির্দেশ দিয়েই মুখ্যমন্ত্রী একটু কথা শোনাতে চান।”
যদিও, এই বিষয়ে তৃণমূল আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, “প্রশাসনের ব্যাপারে দল হস্তক্ষেপ করবে না। প্রশাসন তার কাজ করবে। আর এই বিষয়ে দল কিছু জানে না।” যদিও পাশাং লামার গ্রেফতারিতে কার্যত বেশ অস্বস্তিতে শাসক শিবির। কারণ, কিছুদিন আগেও পাশাং লামার হাত ধরে অন্য দল থেকে তৃণমূলে এসেছেন একঝাঁক নেতা-কর্মী। আরও একাধিকের যোগদানের কথা রয়েছে। এই পরিস্থিতিতে জেলা রাজনীতিতে এর বিস্তর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন শাসক শিবিরেরই একাংশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আলিপুরদুয়ার: গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই আলিপুরদুয়ার সুুপারকে নির্দেশ দিয়ে বলেছিলেন, কেউ হয়ত হেরিটেজ বিক্রি করছে। যেই করে থাকুক, তার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। কালচিনি এলাকায় লাগাতার তল্লাশি চালিয়ে উদ্ধার হল কাঠ ও আসবাবপত্র। বেআইনি কাঠ পাচারের অভিযোগে অবশেষে রবিবার গ্রেফতার করা হয় আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি তথা এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক পাশাং লামাকে। ২০১৯ সালে কালচিনি ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালচিনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা পাশাং লামার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জঙ্গলের কাঠ পাচারের অভিযোগ উঠে আসছিল। অবশেষে সমস্ত প্রমাণ পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় যারপরনাই অস্বস্তিতে জেলা তৃণমূল।
রবিবার, কালচিনিতে অভিযান চালান বনদফতরের আধিকারিক ও পুলিশ কর্তারা। যদিও তাঁরা এ নিয়ে বিশেষ কথা বলতে চাননি। এমনকী কার বাড়িতে এই বিশাল পরিমাণ অবৈধ কাঠের আসবাবপত্র মজুত করা ছিল সেই বিষয়েও প্রথমটা জানাতে চাননি প্রশাসনিক কর্তারা। তবে, গোটা বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং ফালাকাটা বিধায়ক দীপক বর্মণ জানান, “কালচিনি ব্লক তৃণমূল সভাপতি পাশাং লামা ঘর থেকে আজকেও কুড়ি থেকে ২৫ লক্ষে মূল্যের অবৈধ কাঠের আসবাবপত্র উদ্ধার হয়েছে। শুধু পাশাং লামা নয়, আরও অনেকে আলিপুরদুয়ার জেলার এই বনজ সম্পদ অবৈধ বিক্রি করে দিচ্ছে।”
বিজেপি বিধায়কের আরও সংযোজন, “ওই ব্যক্তি একজন মাফিয়া এটা সবাই জানে। শুধু হয়ত মাননীয়া মুখ্যমন্ত্রী জানতেন না। হেরিটেজ বিক্রি হচ্ছে এটা তিনি হঠাৎ করে জানতে পারলেন? এটাও আমাদের মানতে হবে! আসলে পশ্চিমবঙ্গে আলাদা করে কোনও নিয়ম নেই। সমস্তটাই মুখ্যমন্ত্রীর অঙ্গুলী হিলনে হয়েছে। এখানে যারা অপরাধী তারা পার পেয়ে যায়। যারা হয়ত একটু কথা শুনছেন না তাদের নির্দেশ দিয়েই মুখ্যমন্ত্রী একটু কথা শোনাতে চান।”
যদিও, এই বিষয়ে তৃণমূল আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, “প্রশাসনের ব্যাপারে দল হস্তক্ষেপ করবে না। প্রশাসন তার কাজ করবে। আর এই বিষয়ে দল কিছু জানে না।” যদিও পাশাং লামার গ্রেফতারিতে কার্যত বেশ অস্বস্তিতে শাসক শিবির। কারণ, কিছুদিন আগেও পাশাং লামার হাত ধরে অন্য দল থেকে তৃণমূলে এসেছেন একঝাঁক নেতা-কর্মী। আরও একাধিকের যোগদানের কথা রয়েছে। এই পরিস্থিতিতে জেলা রাজনীতিতে এর বিস্তর প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছেন শাসক শিবিরেরই একাংশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা