Voter List: ‘বস্তা-ভর্তি ভূতুড়ে ভোটার’ নিয়ে কমিশনে যাবেন তৃণমূল নেতা

Voter List: তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, "ঝাড়খণ্ড ও অসমের লক্ষাধিক ভুয়ো ভোটার এখানে রয়েছেন। তাঁদের নাম ২০১৯ ও ২০২১-এ তোলা হয়েছে।

Voter List: বস্তা-ভর্তি ভূতুড়ে ভোটার নিয়ে কমিশনে যাবেন তৃণমূল নেতা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 14, 2025 | 6:36 PM

আলিপুরদুয়ার: বিধায়ক সুমন কাঞ্জীলাল বলেছেন বহু ভূতুড়ে ভোটার আছে আলিপুরদুয়ারে। আর প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলছেন, ভূতুড়ে ভোটার এখন বস্তায় বস্তায়। আলিপুরদুয়ারের ভূতুড়ে ভোটার নিয়ে দ্বিধাবিভক্ত দল।

কয়েক বস্তা ভুয়ো ভোটারের তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবেন বলে দাবি করেছেন সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, “ভুয়ো ভোটারের জন্য ২০১৯, ২০২১, ২০২৪-এ আমরা হেরেছি। ভুয়ো ভোটারের বিষয়টি তদন্ত হওয়া উচিত। রিভিউ হওয়া উচিত। এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া উচিত।” শুক্রবার আলিপুরদুয়ারে এই অভিযোগ তোলেন তিনি।

তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, “ঝাড়খণ্ড ও অসমের লক্ষাধিক ভুয়ো ভোটার এখানে রয়েছেন। তাঁদের নাম ২০১৯ ও ২০২১-এ তোলা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলব, এই তিন বছরে বিজেপি জিতল কী করে? এগুলিকে বাতিলের দাবি করা হবে।” তিনি আর ও বলেন, “ভুয়ো এবং মৃত ভোটারদের নাম এখনও তালিকায় জ্বলজ্বল করছে। নির্বাচনের সময় ইলেকশন কমিশন একটা তালিকা প্রকাশ করে, যার মধ্যে অনেক ভুয়ো ও মৃত ভোটার রয়েছেন।” তিনি দাবি করেন, কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, এটা নিয়ে মামলা করা উচিত।

অন্যদিকে, বিধায়ক সুমন কাঞ্জিলালের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভূতুড়ে ভোটার নিয়ে স্ক্রিনিং হচ্ছে, বহু ভূতুড়ে ভোটার আছেন, সেই সংখ্যা কত তা তিনি জানাতে পারেননি। ফলে আলিপুরদুয়ারে ভূতুড়ে ভোটার নিয়ে বর্তমান ও প্রাক্তন বিধায়কের মধ্যে দ্বন্দ ফের প্রকাশ্যে।