
ফালাকাটা: কসবা-কাণ্ডের পর আরও একটা ছবি অস্বস্তি বাড়াল তৃণমূলের। রাস্তার মাঝে মহিলাদের হাতে হাত তুলছেন তৃণমূল নেতা! তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ। গ্রামের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু মৌখিক কোনও অভিযোগ নয়, মারধরের সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটার এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি।
আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জননগরের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসিত কর ও অর্জুন দাসের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ভিডিয়োটি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ এবং পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন ওই ভিডিয়ো। এই ঘটনার পর থেকে বিজেপি নেতৃত্ব ফালাকাটা থানায় বিক্ষোভ দেখিয়েছে।
কিন্তু পঞ্চায়েত সদস্যের এমন আচরণের কারণ কী? জানা যাচ্ছে, এলাকায় একটি প্রকল্পের কাজ চলছিল। তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পরে প্রকল্পের কাজ শুরু হলে বাধা দিতে যান গ্রামের বেশ কয়েকজন মহিলা। তখনই তাঁদের অকথ্য ভাষায় গালিলাগাজ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই ফালাকাটা থানায় এফআইআর দায়ের হয়েছে অসিত কর, অর্জুন দাসের বিরুদ্ধে।
ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, এটা ন্যক্কারজনক ঘটনা। শনিবার ওই এলাকায় প্রতিবাদ সভা হবে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দুও। এলাকার তৃণমূল ব্লক সভাপতির দাবি, বারবার বাধা দেওয়া হচ্ছিল প্রকল্পের কাজে। তবে ঘটনার পর যে এফআইআর করা হয়েছে, সে কথা জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এই ঘটনার বিষয়ে কিছু শুনিনি। তবে উত্তর প্রদেশে কী ঘটছে, সেটাও বিজেপি নেতাদের পোস্ট করা উচিত।”
তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গে মা বোনেরা একদমই সুরক্ষিত নয়। প্রতিনিয়ত রাজ্যের প্রায় সর্বত্র মহিলারা তৃণমূল নেতা কর্মীদের হাতে অত্যাচারিত, লাঞ্ছিত হচ্ছেন। এবারের ঘটনা আলিপুরদুয়ারে:-
আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর জলদাপাড়া বনাঞ্চল এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রতিবাদে… pic.twitter.com/k92Zsgqx6B
— Suvendu Adhikari (@SuvenduWB) July 4, 2025