Kumargram: বিয়ারের বোতল উঁচিয়ে মনোজকে মারের চেষ্টা, গ্রেফতার তৃণমূল সমর্থক

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম আশুতোষ মণ্ডল। তিনি এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বিয়ারের বোতল নিয়ে বিধায়ককে আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন। এ দিন, এই গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক জানান, পুলিশ চুনোপুঁটিদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে।

Kumargram: বিয়ারের বোতল উঁচিয়ে মনোজকে মারের চেষ্টা, গ্রেফতার তৃণমূল সমর্থক
মনোজ ওঁরাওImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 09, 2025 | 3:47 PM

কুমারগ্রাম: একদিন নয় পরপর দু’দিন বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা কর্মীদের একাংশ এই ঘটনা ঘটিয়েছেন। সেই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। অবশেষে বুধবার গ্রেফতার এক অভিযুক্ত।

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম আশুতোষ মণ্ডল। তিনি এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বিয়ারের বোতল নিয়ে বিধায়ককে আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন। এ দিন, এই গ্রেফতারি প্রসঙ্গে বিধায়ক জানান, পুলিশ চুনোপুঁটিদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে। নেতাদের ধরার সাহস পুলিশের নেই। তিনি বলেন, “খগেনদার ঘটনাটা বেশি হাইলাইট হয়ে গেছে, তাই লোক দেখানোর জন্য গ্রেফতার করা হয়েছে। অথচ এখানে পরশুদিন আমি অভিযোগ করেছি। সেখানে সরাসরি তৃণমূলের নেতাদের দেখা যাচ্ছে। সিআইএসএফকে মেরে রক্ত বের করে দেওয়া হয়েছে, এখনও অবধি গ্রেফতার হল না। পুলিশ আসলে তৃণমূলের দলদাস। তাই আমরা আশাও করি না কেউ গ্রেফতার হবে।”

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার পর ত্রাণ দিতে গিয়েছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। তবে কুমারগ্রামের বিথিবাড়িতে যেতেই প্রবল বিক্ষোভ শুরু হয় তাঁকে ঘিরে। বিধায়কের স্পষ্ট দাবি, তৃণমূলের লোকজনই এই ঘটনার সঙ্গে যুক্ত। শুধু একা মনোজ নয়, তাঁর সঙ্গে থাকা দুজন মহিলাও আক্রান্ত হয়েছিলেন। ব্যাপক ভাঙচুর চলেছিল তাঁর গাড়িতে। তবে এই ঘটনা একদিনের নয়, আরও একদিন ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি এই বিধায়ককে। বস্তুত, এর আগে উত্তরবঙ্গে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।