Madhyamik 2023: হাতির হানা থেকে পরীক্ষার্থীদের সুরক্ষিত রাখতে বিশেষ গাড়ি বনদফতরের

Elephant Attack: ১৪টি পরীক্ষা কেন্দ্র রেঞ্জ টিমের সঙ্গে ট্যাগ করা হয়েছিল। বিভিন্ন বনাঞ্চলে পাহারা দিচ্ছিলেন বনকর্মীরা।

Madhyamik 2023: হাতির হানা থেকে পরীক্ষার্থীদের সুরক্ষিত রাখতে বিশেষ গাড়ি বনদফতরের
গাড়িতে উঠছে পরীক্ষার্থীরা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 6:07 PM

আলিপুরদুয়ার: মাধ্যমিকের প্রথমদিনই হাতির হামলায় এক পরীক্ষার্থীর মৃত্যু হয়। বৃহস্পতিবার জলপাইগুড়িতে পরীক্ষা দিতে যাওয়ার সময় মৃত্যু হয় অর্জুন দাসের। যে ঘটনার পরই মুখ্যমন্ত্রী বনদফতরকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এরপরই শুক্রবার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে দেখা গেল বনদফতরকে। সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জয়ন্তী, রাইমাটাং, বক্সা, ভুত্রি, রাজাভাতখাওয়া, গাঙ্গুটিয়া, ভুটিয়া বস্তি, গদাধর প্রভৃতি এবং অন্যান্য গ্রাম-সহ বক্সার বন ও প্রান্তিক গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। শিক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বন বিভাগের যানবাহন ব্যবহার করা হয়।

১৪টি পরীক্ষা কেন্দ্র রেঞ্জ টিমের সঙ্গে ট্যাগ করা হয়েছিল। বিভিন্ন বনাঞ্চলে পাহারা দিচ্ছিলেন বনকর্মীরা। জয়ন্তী, বক্সা এবং রাজাভাতখাওয়ায় ছাত্রদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। এরমধ্যে গাঙ্গুটিয়া বনগ্রামে একজন মাত্র পরীক্ষার্থী ছিল। আদিত্য লামা নামে ওই ছাত্রকে বিট কর্মীরা বিশেষ গাড়িতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

বনদফতরের এই কাজে খুশি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, “পরীক্ষার্থীদের জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে বনদফতর।” একইভাবে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ও বিভিন্ন প্রত্যন্ত বনবস্তি, অরণ্য সংলগ্ন এলাকাগুলি থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়। স্বাভাবিকভাবেই বনদফতরের এ কাজে খুশি পরীক্ষার্থীরাও।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ” আমি শিক্ষা দফতরকে বলেছি, প্রয়োজন হলে পরীক্ষার সময় বাসের ব্যবস্থা করে দিতে। ফরেস্টকে আরেকটু সিরিয়াস এবং পুলিশকে বলব আগে থেকে নজর রাখতে।” এরপরই সন্ধ্যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভার্চুয়ালি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। ছিলেন জেলার বনদফতরের আধিকারিকরাও। সিদ্ধান্ত হয়, পরীক্ষা চলাকালীন কড়া নজরদারি চালাবে বনদফতরের কর্মীরা।