Picnic Bus: বাসের ভিতর ধড়ফড় করছে ছেলেগুলো… পিকনিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 06, 2023 | 1:58 PM

Alipurduar: এদিন সকালে কামাখ্যাগুড়ি থেকে একটি বাসে করে পিকনিক করতে যাচ্ছিল একটি দল। শিলিগুড়ির কাছে ফাগু পিকনিক স্পটে যাওয়ার কথা ছিল তাদের।

Picnic Bus: বাসের ভিতর ধড়ফড় করছে ছেলেগুলো... পিকনিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১
আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

Follow Us

আলিপুরদুয়ার: মাদারিহাটে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। পিকনিক করতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে লরির। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার আলিপুরদুয়ারের মাদারিহাট এশিয়ান হাইওয়েতে একটি পিকনিক বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন ২৫ জন। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামেন এলাকার বাসিন্দারা। আহতদের নিয়ে যাওয়া হয় মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তড়িঘড়ি ১৩ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। অন্যদিকে যিনি মারা গিয়েছেন তাঁর নাম বিশ্বজিৎ সরকার। তুফানগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। আহতদের মধ্যে রয়েছে ২ জন শিশুও। আহতদের পা, কোমরে গুরুতর আঘাত রয়েছে। সকাল থেকেই কুয়াশায় ঢাকা ছিল চারধার। দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

এদিন সকালে কামাখ্যাগুড়ি থেকে একটি বাসে করে পিকনিক করতে যাচ্ছিল একটি দল। শিলিগুড়ির কাছে ফাগু পিকনিক স্পটে যাওয়ার কথা ছিল তাদের। তার আগেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মাদারিহাট থানার পুলিশ। লরির চালক পলাতক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

দিবাকর নামে এক যুবক বলেন, “আমরা শিলিগুড়িতে পিকনিক করতে যাচ্ছিলাম। ফালাকাটা মাদারিহাটে আমাদের বাসের সামনে একটি লরি এসে পড়ে। আমরা প্রায় ৪০-৪৫ ছিলাম। ২৫ জন মতো আহত হই। আমরা সকলই কামাক্ষ্যাগুড়ির।” স্থানীয় সূত্রে খবর, এলাকার একাধিক পরিবার এদিন পিকনিক করতে যাচ্ছিল। বাসে পুরুষ, মহিলা, শিশু সকলেই ছিল। আচমকাই এই দুর্ঘটনা ঘটে। বাসের মধ্যেই ছিটকে পড়েন লোকজন। ধড়ফড় করতে থাকেন কেউ কেউ। শুরু হয় আর্তনাদ। হাহাকার পড়ে যায় বাসের ভিতরেই। এই দুর্ঘটনায় মারা যান একজন।

Next Article