‘গেরুয়া ফিতে পরে মার্চ পাস্ট উত্তরপ্রদেশ পুলিশের’, কমিশনের পথে সৌরভ

সৈকত দাস |

Mar 27, 2021 | 10:29 PM

"উত্তরপ্রদেশের পুলিশ গলায় গেরুয়া ফিতে লাগিয়ে মার্চপাস্ট করছে আলিপুরদুয়ারে।'' অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakrabarty)।

গেরুয়া ফিতে পরে মার্চ পাস্ট উত্তরপ্রদেশ পুলিশের, কমিশনের পথে সৌরভ
ফাইল চিত্র

Follow Us

আলিপুরদুয়ার: “উত্তরপ্রদেশের পুলিশ গলায় গেরুয়া ফিতে লাগিয়ে মার্চপাস্ট করছে আলিপুরদুয়ারে। সবার গলায় গেরুয়া ফিতে।” শনিবার এমনই অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী (Sourav Chakrabartyy)। প্রশ্ন তুললেন, উত্তরপ্রদেশ পুলিশকে কি কেন্দ্রীয় বাহিনীর অন্তর্গত?” এ নিয়ে নির্বাচন কমিশন (Election Commission) কে অভিযোগ জানাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার সৌরভ চক্রবর্তী বলেন, “আমি একজন প্রার্থী হিসাবে প্রতিবাদ করছি যে, আজকে আলিপুরদুয়ারে আমরা দেখলাম ইউপি পুলিশের একটা টিম আলিপুরদুয়ারে মার্চ পাস্ট করছে। তাদের সবার গলায় একটা করে গেরুয়া ফিতা লাগানো আছে।” এর পর তৃণমূল প্রার্থীর তোপ, “বাংলার পুলিশ যদি ভোট না করতে পারে তাহলে উত্তর প্রদেশ পুলিশ কীভাবে বাংলায় ভোট করতে আসছে?” তৃণমূলের বিদায়ী বিধায়কের কথায়, “এটা একটা অত্যন্ত বড় প্রশ্ন এবং কেন্দ্রীয় বাহিনী অন্তর্গত ইউপি পুলিশ কিনা সেটাও একটা বড় প্রশ্ন? নির্বাচন কমিশনকে আমি চিঠি দিয়ে জানাচ্ছি।”

প্রসঙ্গত, শনিবার থেকেই শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)। এদিন পাঁচ জেলার ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এদিকে তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন বাংলার ভোটে উত্তর প্রদেশ থেকে ‘গুন্ডা’ আমদানি করেছে বিজেপি। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছে তাঁকে।

মেদিনীপুরের এক সভা থেকে অমিত শাহকে নিশানা করে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, ‘‌দিল্লির অমিত শাহ এখন ইলেকশান চালাচ্ছে। নির্বাচন নির্বাচন কমিশন চালাবে। আপনি চালাবেন কেন?‌’‌ একইসঙ্গে সভায় আসা মহিলাদের উদ্দেশে মমতার বার্তা, ‘‌শুনলাম, গতকাল রাতে মা-বোনেরা ঘর থেকে বেরিয়ে এসে উত্তরপ্রদেশের গুন্ডাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। সব জায়গায় এভাবে রুখে দাঁড়ান।’

আরও পড়ুন: ভোটারের মন পেতে এবার ‘কীর্তনিয়া’র ভূমিকায় সৌরভ

এই প্রেক্ষিতে উত্তর প্রদেশের পুলিশকে কেন বাংলার ভোটে আনা হয়েছে এবং তাঁরা গলায় গেরুয়া ফিতে পরে মার্চ পাস্ট করছেন বলে অভিযোগ করলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী। শুদু তাই নিয়ে এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি নালিশ করতে যাচ্ছেন বলেও জানিয়ে দিলেন সৌরভ।‌

Next Article