ভোটারের মন পেতে এবার ‘কীর্তনিয়া’র ভূমিকায় সৌরভ
মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগে সরকারি গাড়ি ও নিরাপত্তা ছেড়ে মোটর সাইকেলে চেপে বাড়ি বাড়ি ঘুরেছেন আলিপুরদুয়ারের বিদায়ী বিধায়ক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। এবার মানুষের মন জয় করতে কীর্তনের আসরে খোল বাজিয়ে নির্বাচনী প্রচার সারলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী।
আলিপুরদুয়ার: ভোট বড় বালাই। মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগে সরকারি গাড়ি ও নিরাপত্তা ছেড়ে মোটর সাইকেলে চেপে বাড়ি বাড়ি ঘুরেছেন আলিপুরদুয়ারের বিদায়ী বিধায়ক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। এবার মানুষের মন জয় করতে কীর্তনের আসরে খোল বাজিয়ে নির্বাচনী প্রচার সারলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী।
ভোট বড় বালাই। জীবনে আগে যা কেউ কখনও করেননি ভোটারের মন পেতে তাই করে বসেন প্রার্থীরা। লজ্জা, ঘৃণা, অহংকার সব ছেড়ে ভোটযুদ্ধে নামেন ডান বাম সব শিবিরের প্রার্থীরা। সেই ভোটযুদ্ধের বাজার মাত করতে রীতিমতো কীর্তনের আসরে গিয়ে গলায় খোল নিয়ে বাজাতে শুরু করলেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তী। বুধবার রাতেই আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের মথুরা এলাকায় একটি কীর্তনের আসরে যান সৌরভ চক্রবর্তী। শুধু কীর্তনের আসর এ গিয়েই থেমে থাকেননি সৌরভ। সেখানে তিনি একেবারে কীর্তনের মঞ্চে উঠে গলায় খোল নিয়ে তা বাজাতেও শুরু করেন। বিদায়ী বিধায়কের খোল বাজানোর ঠেলায় মাঝে একবার মাইক্রোফোনও পড়ে যায়। কিন্তু তড়িঘড়ি মাইক্রোফোন তুলে আবার বিধায়কের খোলের সামনে প্রস্তুত করে দিয়েছেন উদ্যোক্তারা যাতে, বিধায়কের বাজানো খোলের তাল সবাই ভালো করে শুনতে পান। বেশ কিছুক্ষণ খোল বাজিয়েছেন বিধায়ক। শেষে আবার হাতজোড় করে ভোটভিক্ষা করতে দেখা যায় বিদায়ী বিধায়ককে।
তিনি বলেন, “আমরা রাজনৈতিক প্রতিনিধি। সমাজের প্রত্যেকটা অংশে আমাদের বিচরণ করা উচিত। সেখানকার অভিজ্ঞতা নেওয়া উচিত। সেই কারণে ভোটের প্রচার করতে গিয়ে কীর্তনের আসরে গিয়েছিলাম।” খোল বাজানো নিয়ে তাঁর মন্তব্য, “আমি ছোটবেলা থেকেই গান-বাজনা করে বড় হয়েছি। সুতরাং, খোল বাজানো আমার কিছুটা জানা আছে।” আমজনতার মন পাওয়া যে তাঁর লক্ষ্য ছিল তা কার্যত স্বীকার করে তিনি বলেন, “সকলের মন জয় করেছি। সকলে আমার বাজনা শুনেছেন, খুব ভাল লাগল।”
প্রসঙ্গত, একুশের ভোটে (West Bengal Assembly Election 2021) আলিপুরদুয়ার বিধানসভায় বেশ চ্যালেঞ্জের মুখে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সৌরভ। উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গ জুড়ে কার্যত দাঁত ফোটাতে পারেনি তৃণমূল।
আরও পড়ুন: Y প্লাস থেকে Z ক্যাটাগরি, নিরাপত্তা বাড়ল মুকুলের
অন্যদিকে বিধানসভা ভোটে বিজেপির তরফে প্রথমে এখানে প্রার্থী করা হয় কেন্দ্রীয় সরকারের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ অশোক লাহিড়িকে। তবে পরে প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে তাঁকে বালুরঘাট আসনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বালুরঘাটে নতুন প্রার্থী হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী করেছে দলের পুরনো মুখ দেবপ্রসাদ রায়কে। সব মিলিয়ে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য। এই প্রেক্ষিতে ভোটারের মন পেতে অভিনব উদ্যোগ তৃণমূল প্রার্থীর।