Y প্লাস থেকে Z ক্যাটাগরি, নিরাপত্তা বাড়ল মুকুলের

এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন মুকুল রায় (Mukul Roy)। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে লড়বেন তিনি।

Y প্লাস থেকে Z ক্যাটাগরি, নিরাপত্তা বাড়ল মুকুলের
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 8:26 PM

কলকাতা: নিরাপত্তা বাড়ল মুকুল রায়ের। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মুকুল রায়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে বুধবার। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন চলাকালীন Z ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি।

বর্তমানেও Y প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। তাঁর নিরাপত্তায় ছিল সিআরপিএফ। এবার Z ক্যাটাগরিতে তাঁর নিরাপত্তায় থাকবেন ৩৩ জন সিআরপিএফ। এই স্তরের নিরাপত্তায় ৩৩ জন সিআরপিএফের মধ্যে ১০ জন হয় সশস্ত্র। বাড়িতেও মোতায়েন করা হবে তাঁদের। এছাড়া ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে থাকবেন ৬ জন সিকিউরিটি অফিসার। থাকবে তিন জন প্রশিক্ষণপ্রাপ্ত চালক।

উল্লেখ্য, নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন মুকুল রায়। তাঁর উল্টোদিকে তৃণমূলের তারকা-চমক কৌশানী মুখোপাধ্যায়। কুড়ি বছর পর রাস্তায় হাঁটবেন মুকুল রায়। যে মুকুল এতদিন অন্যের জন্য ভোট চেয়ে এসেছেন, একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে নিজের জন্য ভোট চাইতে হবে।

আরও পড়ুন: টিকিট দেয়নি বিজেপি, দলীয় পদ ছাড়লেন দুলাল বর

সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরতরফ থেকে তাঁকে এই নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর নিরাপত্তায় থাকবেন সিআইএসএফ। সাধারণত ওয়াই প্লাস (Y+) ক্যাটাগরির নিরাপত্তা প্রাপকদের নিরাপত্তায় সর্বদা সঙ্গে থাকেন ১১ জন কমান্ডো।