AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চা-ওয়ালা, কীর্তনীয়ার পর এবার তবলচি, ভোটের আগে নানা রূপে সৌরভ

চা-ওয়ালা থেকে কীর্তনীয়া, এবার তবলচির ভূমিকায় ধরা দিলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী (TMC Candidate)। শনিবার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বসন্ত উৎসবে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) কে দেখা গেল তবলচির ভূমিকায়।

চা-ওয়ালা, কীর্তনীয়ার পর এবার তবলচি, ভোটের আগে নানা রূপে সৌরভ
নিজস্ব চিত্র
| Updated on: Mar 28, 2021 | 8:43 PM
Share

আলিপুরদুয়ার: চা-ওয়ালা থেকে কীর্তনীয়া, এবার তবলচির ভূমিকায় ধরা দিলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী (TMC Candidate)। শনিবার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বসন্ত উৎসবে বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী (Sourav Chakrabarty) কে দেখা গেল তবলচির ভূমিকায়। সঙ্গীত অনুষ্ঠানে তবলা হাতে কার্যত মাতিয়ে দিলেন সৌরভ।

ভোটের মরসুমে তীব্র উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দানে। আলিপুরদুয়ারেও তার অন্যথা হয়নি। তৃণমূল থেকে বিজেপি অন্যদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীর জন্য এবার ত্রিমুখী হতে চলেছে আলিপুরদুয়ার বিধানসভা আসন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এসবের মধ্যেই রবিবার দোল উৎসবে হালকা মেজাজে ধরা দিলেন তৃণমূল প্রার্থী। সৌরভকে দেখা গেল সঙ্গীতানুষ্ঠানে তবলচির ভূমিকায় আসর মাতাতে। এদিন বিজেপি, সংযুক্ত মোর্চার প্রার্থীর পর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বসন্ত উৎসবে হাজির হন সৌরভ চক্রবর্তী। আর তাতেই ভিন্ন মাত্রা নেয় উৎসবের চেহারা। শুধু রং খেললেন না, গানের তালে তবলা নিয়ে বসে পড়তে দেখা গেল তাঁকে। আর তার পরেই বিদায়ী বিধায়ককে ঘিরে উন্মাদনা দেখা যায় দর্শকদের মধ্যে। কেউ কেউ সেলফি তুলতেও আবদার করেন। হাসিমুখে তা মেনেও নেন তৃণমূল প্রার্থী।

ভোট বাজারে নিত্যনতুন ভূমিকায় হাজির হচ্ছেন সৌরভ। লক্ষ্য মানুষের সঙ্গে জনসংযোগ। কয়েকদিন আগে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের মথুরা এলাকায় একটি কীর্তনের আসরে যান সৌরভ চক্রবর্তী। শুধু কীর্তনের আসর এ গিয়েই থেমে থাকেননি সৌরভ। সেখানে তিনি একেবারে কীর্তনের মঞ্চে উঠে গলায় খোল নিয়ে তা বাজাতেও শুরু করেন। বিদায়ী বিধায়ককে এই ভূমিকায় দেখে দারুণ খুশি হন মানুষজন।

আরও পড়ুন: মা চণ্ডীর পিণ্ডি চটকে ভূত করে দিয়েছেন, কিন্তু কলমাটা ঠিক পড়েন: শুভেন্দু

যদিও জনতার সঙ্গে সংযোগ বাড়াতে গিয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। সর্বাগ্রে করোনা টিকা নেওয়ার জন্য বিতর্কে জড়িয়েছিলেন। তার পর ‘দিদিকে বলো’-র কর্মসূচির (Didi ke Bolo) অনুকরণে ‘সৌরভকে বলো’ কর্মসূচির জেরে বিতর্কের শিরোনামে উঠে আসেন তিনি। তবে এসবের মধ্যে মানুষের মন জিততে মরিয়া বিদায়ী বিধায়ক। তাই এবার তবলচির ভূমিকায় ধরা দিলেন তিনি। বলা বাহুল্য এতে মানুষের সাড়াও পেলেন সৌরভ চক্রবর্তী।