Alipurduar News: হোটেল বন্ধ করে ফিরছিলেন, তখনই মহিলার উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ, গ্রেফতার ব্যক্তি

Alipurduar: এ ব্যাপারে আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ বলেন, "২০ নম্বর ওয়ার্ডে ওই গৃহবধূ ভাড়া থেকে হোটেল চালান। ওই এলাকার কেউ ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় নামের ব্যক্তিকে দিয়ে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।"

Alipurduar News: হোটেল বন্ধ করে ফিরছিলেন, তখনই মহিলার উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ, গ্রেফতার ব্যক্তি
অ্যাসিড আক্রান্ত মহিলাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2025 | 5:47 PM

আলিপুরদুয়ার: ফের একবার নারী নির্যাতনের অভিযোগ বাংলায়। দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনার অভিযোগে উত্তাল বাংলা। সেই সময় আবারও আরও এক নারীকে হেনস্থার অভিযোগ আলিপুরদুয়ারে। এবার আর ধর্ষণ নয়। মহিলার উপরে অ্যাসিড ছোড়ার অভিযোগ। জানা যাচ্ছে, হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময়ই অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে তাঁর উপর।

মহিলার বাড়ি আলিপুরদুয়ার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। তবে তিনি এক ছেলেকে নিয়ে হোটেলের পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকেন নিউ আলিপুরদুয়ার বিজি রোডে সুপারমার্কেটের সামনে। মঙ্গলবার রাতে ওই গৃহবধূ হোটেল থেকে বেরচ্ছিলেন। সেই সময়ই অভিযোগ এক ব্যক্তি তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে। তিনি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তারপর ওই ব্যাক্তিকে ধরে ফেলেন। উত্তম-মধ্যম দিয়ে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়য়। তিনি কলকাতার ব্যারাকপুরের বাসিন্দা। এ দিকে, অ্যাসিড আক্রান্ত ওই গৃহবধূকে তড়িঘড়ি উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোনও আক্রোশের জেরেই এই অ্যাসিড হামলা বলে পুলিশের ধারনা।

জানা গিয়েছে, ধৃত ইন্দ্রজিৎকে আজ আদালতে তোলা হবে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। স্থানীয় ব্যাবসায়ীরা এ নিয়ে কোনও কথা বলতে চাইছেন্ না।

এ ব্যাপারে আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ বলেন, “২০ নম্বর ওয়ার্ডে ওই গৃহবধূ ভাড়া থেকে হোটেল চালান। ওই এলাকার কেউ ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় নামের ব্যক্তিকে দিয়ে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।”