Murder Case: দাদাকে খুনের প্রতিশোধ! জামিনে বের হওয়া অভিযুক্তকে পাথর মেরে শেষ করে দিল ভাই

Alipurduar: জানা গিয়েছে, ২০২৪-এর দুর্গা পুজোর সময় জয়গাঁর বিবাড়ি এলাকায় এক নালায় শাহিনুর আলম নামের এক যুবকের মৃতদেহ মিলেছিল। জুয়া খেলার টাকা নিয়ে বচসার জেরেই খুন হয়েছিলেন তিনি বলে অভিযোগ।

Murder Case: দাদাকে খুনের প্রতিশোধ! জামিনে বের হওয়া অভিযুক্তকে পাথর মেরে শেষ করে দিল ভাই
খুনের প্রতিশোধ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 24, 2025 | 9:42 PM

আলিপুরদুয়ার: খুন করেছিলেন দাদাকে। জেলেও গিয়েছিলেন। তারপর জামিনে মুক্ত হয়ে দু’দিন আগেই ফেরত এসেছিলেন ওই ব্যক্তি। কিন্তু দাদার হত্যাকাণ্ড ভোলেনি ভাই। প্রতিশোধ নিতে চরম কাজ করে বসল অভিযুক্ত। যা দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। আলিপুরদুয়ারের জয়ঁগা-র ঘটনা। চোখের সামনে এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

জানা গিয়েছে, ২০২৪-এর দুর্গা পুজোর সময় জয়গাঁর বিবাড়ি এলাকায় এক নালায় শাহিনুর আলম নামের এক যুবকের মৃতদেহ মিলেছিল। জুয়া খেলার টাকা নিয়ে বচসার জেরেই খুন হয়েছিলেন তিনি বলে অভিযোগ। সেই যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আবদুল সামতকে গ্রেফতার করে জয়গাঁ থানার পুলিশ। মৃত যুবক শাহিনুর আলম ইলিয়াস নগর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সামত জামিন পেয়ে কয়েকদিন আগে ফিরেছেন। তবে দু’দিন তিনি ঘর থেকে বের হননি। এরপর শনিবার সকাল থেকেই এলাকায় তাঁর দিদির বাড়িতে ঘুরতে দেখা যাচ্ছিল সামতকে। সেই সময় নিজের বাড়ির বাইরে বসেছিলেন শাহিনুরের ছোট ভাই জাহারুল আলম। আচমকা বিকেল নাগাদ এলাকাবাসী আচমকা এক আর্তনাদ শুনতে পান।

তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন জাহারুল সামতের উপর বড় পাথর ফেলে দিয়েছে।রক্তে ভেসে গিয়েছে চারদিক। কিছুক্ষণের জন্য থ হয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। তারপর তাঁরা বুঝতে পারলেন খুন হয়েছেন সামত। খবর দেওয়া হয় জয়গাঁ থানার পুলিশকে। এদিকে পুলিশ এসে ভিড় সরিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার করা হয় অভিযুক্ত জাহারুল আলমকে।