Sabang: চোর সন্দেহে নাবালকের মাথা ন্যাড়া, পরদিনই মিলল দেহ

Sabang: বুধবার সবং থানায় এলাকার লোকজন অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সবং থানার পুলিশ তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন মাল-সহ ৫ জনকে বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। রাতেই তাঁদের গ্রেফতার করা হয়।

Sabang: চোর সন্দেহে নাবালকের মাথা ন্যাড়া, পরদিনই মিলল দেহ
শিউরে ওঠার মতো অভিযোগ। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Sep 28, 2023 | 8:02 PM

মেদিনীপুর: চোর সন্দেহে এক নাবালককে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ। সেই অভিমানে ওই নাবালক বিষ খেয়ে আত্মহত্যা করে বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাড়ির লোকজনের দাবি, যা করার পঞ্চায়েত সদস্যই করেছেন। চুরি করেছে বলে সন্দেহ থেকে পঞ্চায়েত সদস্য মারধর ও ন্যাড়া করে দেয় বলে অভিযোগ। অপমান সহ্য করতে না পেরে ওই নাবালক এমন ঘটনা ঘটিয়ে ফেলে। সবং ব্লকের ঘটনা।

বুধবার সকালে সবং ব্লকে ১২ বছরের এক নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায় বিষ খেয়েছে সে। এরপরই তদন্ত গতি পেতেই মারাত্মক অভিযোগ তোলে নিহতের বাড়ির লোকজন। গত মঙ্গলবার নাবালকের বাড়ির পাশেই একজনের বাড়িতে চুরি হয়। অভিযোগ, ওই নাবালক চুরি করতে যায়। এরপরই এলাকার পঞ্চায়েত সদস্যকে খবর দেন গ্রামের লোকেরা।

অভিযোগ, তিনি এসে ওই নাবালককে এলাকার একটি সেলুনে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করিয়ে দেন। এরপর বাড়ি পাঠিয়ে দেন ওই নাবালককে। পরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মিটিংও ডাকা হয় পঞ্চায়েত সদস্যর তরফে। এরপরই বুধবার সকালে নাবালকের মৃতদেহ উদ্ধার হয়।

বুধবার সবং থানায় এলাকার লোকজন অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সবং থানার পুলিশ তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন মাল-সহ ৫ জনকে বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। রাতেই তাঁদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হলে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তসাপেক্ষ। তবে বিষ খেয়ে মৃত্যু নাকি অন্য কোনও বিষয় আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে বুধবারই ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করা হলে মুখ খোলেননি। জানান, পুলিশকে যা বলার বলবেন, সংবাদমাধ্যমকে নয়।

বৃহস্পতিবার এ নিয়ে জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত বলেন, “ঘটনা যাই হোক মৃত্যু কোনওভাবেই কাম্য নয়। আর কাউকে আড়াল করার কোনও বিষয়ই নেই। অপরাধীর সাজা হবে। তবে অভিযোগ তো অনেক কিছুই থাকে। সত্য যাচাই করে অপরাধীরা সাজা পাক।”