Balurghat: এখনও কাটেনি দণ্ডি কাণ্ডের রেশ, এবার সেই তৃণমূল নেত্রীকে আইনি নোটিস পুলিশের

Balurghat: এদিন পুলিশের তরফে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা পুলিশ সুপার রাহুল দে। তবে তিনি জানিয়েছেন, বিচারধীন বিষয় হওয়ায় এনিয়ে তিনি কোন মন্তব্য করবেন না।

Balurghat: এখনও কাটেনি দণ্ডি কাণ্ডের রেশ, এবার সেই তৃণমূল নেত্রীকে আইনি নোটিস পুলিশের
প্রদীপ্তা চক্রবর্তীকে আইনি নোটিস
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 8:57 AM

বালুরঘাট: দণ্ডি কাণ্ডে অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে আইনি নোটিস পাঠাল পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপ্তা চক্রবর্তীকে দেখা করতে বলা হয়েছে। নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে দেখা করতে বলা হয়েছে তাঁকে।  যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা পুলিশ সুপার রাহুল দে। তাঁর বক্তব্য, বিচারধীন বিষয় হওয়ায় এনিয়ে তিনি কোন মন্তব্য করবেন না। প্রসঙ্গত, গত ৭ এপ্রিল দণ্ডি কাণ্ডের ঘটনা ঘটেছে। যা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। সেই দণ্ডি কাণ্ডের প্রায় এক মাস পর নাম পুলিশের খাতায় নাম জুড়ল মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীর। দণ্ডি কাণ্ডে প্রদীপ্তা চক্রবর্তীকে এবার ডেকে পাঠাল পুলিশের তদন্তকারী অফিসার৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন তদন্তকারী অফিসার।

পুলিস সূত্রে খবর, দণ্ডির শিকার হওয়া আদিবাসী মহিলাদের গোপন জবানবন্দি নেওয়া হয়। এরপর দণ্ডি কাণ্ডে প্রথমে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ভিডিয়ো ফুটেজের ভিত্তিতে প্রদীপ্তাকে আইনি নোটিস পাঠাল পুলিশ।

গত এপ্রিল মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তিন মহিলাকে দিয়ে প্রকাশ্য রাস্তায় দণ্ডি কাটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে ওই তিন মহিলা তৃণমূলে যোগ দেন। এই ঘটনার পর সরব হয় বিজেপি। দণ্ডি কাটার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে শাসক শিবিরও। দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রদীপ্তাকে।

মঙ্গলবার বালুরঘাটে গিয়েছিলেন অভিষেক। স্থানীয় মহিলাদের সঙ্গে চায়ের আড্ডায় বসে তিনি গোটা বিষয়টি শুনেছিলেন। অভিষেক জানিয়েছিলেন, দলগতভাবে ও প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে।  এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই  তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নোটিস আসে। এবার তাঁর বিরুদ্ধে আইনি নোটিস পাঠাল পুলিশ।