Bangla Bandh: দণ্ডি কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধ, রাস্তা অবরোধ, বাস পরিষেবা থমকানোয় সমস্যায় যাত্রীরা
আদিবাসীদের ডাকা বনধে সকাল থেকেই শুনশান বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরের এই শহরে সকাল থেকেই বন্ধ অধিকাংশ দোকানপাট।
প্রতীকী ছবি। নিজস্ব চিত্র।
Follow Us
দণ্ডি কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান। দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। আদিবাসী হেনস্থায় কাঠগড়ায় শাসকদল। চাপের মুখে শাসকদলের দলের দুই নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। তার প্রতিবাদেই সোমবারের বনধ।
বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে পিকেটিং বনধ সমর্থনকারীদের। জোর করে যাতায়াত করতে চাওয়ায় এক মোটরবাইক আরোহীকে থাপ্পড় বনধ সমর্থনকারীদের। ঘটনাস্থলে মোতায়েন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে রয়েছে কমব্যাট ফোর্স।
চড় মারার অভিযোগ বনধ সমর্থকদের বিরুদ্ধে।
জেলা প্রশাসনিক ভবনের মূল গেটে তালা মারল আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। মূল গেট দিয়ে ঢুকতে না পেরে দ্বিতীয় গেট দিয়ে প্রশাসনিক ভবনে ঢুকল জেলা শাসক বিজিন কৃষ্ণা। পুলিশি ঘেরাটোপে জেলা শাসককে ঢোকানো হল জেলা প্রশাসনিক ভবনে। বনধকে সফল করতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা।
আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটানোর প্রতিবাদে আদিবাসীদের ডাকা বাংলা বনধে প্রভাব পড়েছে মালদায়। বেসরকারি বাস রাস্তায় দেখা না গেলেও সরকারি বাস রাস্তায় নামান হয়েছে। গাজলে সরকারী বাসকেও আটকানো হয়েছে।গাজলে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ ।
হুগলির হরিপালের গজারমোড়ে ডানকুনি-আরামবাগ আহল্যাবাই রোড অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীরা অন্যদিকে ধনিয়াখালীর মদন মোহন তলায় মিছিল করে জমায়েত হয়ে চুঁচড়া তারকেশ্বর রোড অবরোধ করে।
আদিবাসী সেঙ্গেল অভিযানের বন্ধের ব্যাপক প্রভাব বাঁকুড়ার বাস চলাচলে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অধিকাংশ বাস, সমস্যায় যাত্রীরা।
বাঁকুড়ার জঙ্গলমহল, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল তালডাংরা সহ অন্যান্য রুটে হাতেগোনা কয়েকটি বাস চলাচল করলেও, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সব বাসের চাকা স্তব্ধ হয়ে যায়। শুধুমাত্র দুর্গাপুর আসানসোল রুটের বাস চলাচল করছে স্বাভাবিকভাবে।
আদিবাসী সেঙ্গেল অভিযানের বন্ধের জেরে পুরুলিয়ার কাঁটাডিটে পথ অবরোধ শুরু করলো সংগঠনের সদস্যরা। এখানে ৩২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বন্ধ সমর্থকরা। তবে জেলার বাকি অংশে এখনও তেমন কোন সাড়া পাওয়া যায়নি বন্ধে।
পুরুলিয়া পথ অবরোধ
পূর্ব ঘোষণা অনুযায়ী পুরুলিয়া বাস ওনার্স এসোসিয়েশন এদিন বাস বন্ধ রেখেছে। যে কোন বন্ধের ঘোষণা হলেই তারা বাস বন্ধ রাখেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পাশাপাশি বংশীহারী থানার সরাইহাটে জাতীয় সড়কে পিকেটিং শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের। পিকেটিংয়ের নেতৃত্বে দিল আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সহ-সভাপতি বিভূতি টুডু। জাতীয় সড়কে তির ধনুক দিয়ে পিকেটিং করছেন বনধ সমর্থনকারীরা। জাতীয় সড়কদিয়ে কোনও রকম যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।
কাল সাতটা থেকে বালুরঘাট হিলি মোড়ে পিকেটিং শুরু করে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। তীর, ধনুক, রাম দা নিয়ে পিকেটিং করছে বনধ সমর্থনকারীরা।
আদিবাসীদের পিকেটিং
আদিবাসীদের ডাকা বনধে সকাল থেকেই শুনশান বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরের এই শহরে সকাল থেকেই বন্ধ অধিকাংশ দোকানপাট।
বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডে সকাল থেকেই চলছে না কোনও বেসরকারি বাস ও গাড়ি। শিলিগুড়ি ও কলকাতা থেকে আসা রাতের বাস ঢুকেছে সেখানে।
বালুরঘাটে চলছে না বেসরকারি বাস
বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার মুখে নিত্য়যাত্রীরা। সরকারি বাসও বাড়ানো হয়নি বলে অভিযোগ নিত্যযাত্রীদের। গন্তব্যে পৌঁছতে হয়রানির মুখে পড়তে হয়েছে তাঁদের।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বালুরঘাট জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।