Bankura: সুযোগ পেয়ে ৩ বছরের নিষ্পাপ শিশুকে ‘ধর্ষণ’, বাবা-মা চুপ থাকলেও গুণধর নিজেই ভাইরাল করল কীর্তি

Bankura: নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগের ঘটনা।  সন্তানের যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখেছিল পরিবার। কিন্তু ওই শিশুও সেভাবে কিছু না বলায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কোনওভাবে আঘাত লাগতে পারে।

Bankura: সুযোগ পেয়ে ৩ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ, বাবা-মা চুপ থাকলেও গুণধর নিজেই ভাইরাল করল কীর্তি
ধর্ষণে অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2025 | 2:42 PM

বাঁকুড়া: সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ। ঘটনার মুহূর্তের ভিডিয়ো   সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেন অভিযুক্ত। আর তারপরই থানার দ্বারস্থ নির্যাতিতার পরিবার। গ্রেফতার যুবক।

অভিযোগ,  সাড়ে তিন বছরের শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করেছিল যুবক। মাস তিনেক আগের সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি অভিযুক্ত ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে। তারপরই বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগ পেতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার। ধৃতকে গ্রেফতার করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগের ঘটনা।  সন্তানের যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখেছিল পরিবার। কিন্তু ওই শিশুও সেভাবে কিছু না বলায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কোনওভাবে আঘাত লাগতে পারে। বিষয়টিকে তেমন আমল দেননি শিশুর পরিবারের সদস্যরা। সম্প্রতি অভিযুক্ত যুবক শিশুটিকে যৌন হেনস্থার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নির্যাতিতা শিশুর পরিবারের সদস্যদের নজরে আসে। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নির্যাতিতা শিশুর পরিবার ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশের পাশাপাশি নির্যাতিতা শিশুটির মেডিক্যাল পরীক্ষার জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন।