Bankura: বাঁকুড়ায় ২০০জন মুসলিম যোগ দিলেন বিজেপিতে

West Bengal: গতকাল রাতে বাঁকুড়ার সার্কিট হাউস মোড়ে বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল। সেখানে যোগ দিয়েছিলেন রাহুল সিনহা। বাঁকুড়া বিধানসভা এলাকার প্রায় ২০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাহুল। রাহুলের বক্তব্য, তৃণমূলে যে সকল লোকজন যোগদান করেন তাঁরা কেউই এলাকার বাসিন্দা নয়। রাজ্য নেতৃত্বকে দেখানোর উদ্দেশ্যই থাকে তাঁদের।

Bankura: বাঁকুড়ায় ২০০জন মুসলিম যোগ দিলেন বিজেপিতে
বিজেপিতে যোগদানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 11, 2025 | 12:24 PM

বাঁকুড়া: ভারতীয় মুসলিম বিরোধী নই, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বিরোধী। এই কথাই বারেবারে শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এবার কি সেই মন্তব্যেরই বাস্তবায়ন করে দেখাল বিজেপি? মুসলিম সম্প্রদায়ের দু’শো জনকে দলে যোগদান করালেন বিজেপি নেতা রাহুল সিনহা।

গতকাল রাতে বাঁকুড়ার সার্কিট হাউস মোড়ে বিজেপির একটি দলীয় কর্মসূচি ছিল। সেখানে যোগ দিয়েছিলেন রাহুল সিনহা। বাঁকুড়া বিধানসভা এলাকার প্রায় ২০০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাহুল। রাহুলের বক্তব্য, তৃণমূলে যে সকল লোকজন যোগদান করেন তাঁরা কেউই এলাকার বাসিন্দা নয়। রাজ্য নেতৃত্বকে দেখানোর উদ্দেশ্যই থাকে তাঁদের।

রাহুল সিনহা এ দিন বলেন, “ভারতীয় মুসলমান ও হিন্দুর মধ্যে কোনও তফাৎ নেই। কেউ এক চুলও বেশি ও একচুল কম নয়। নজরুলের বাণীকে স্মরণ করি। কিন্তু আমরা কোনও ভাবেই বাংলাদেশ, আরব, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ঠাঁই দেব না। আর পরিষ্কার বলছি যাঁরা বাবরের তাঁবেদারি করবে তাঁদেরও এই দেশে থাকতে দেব না।” মন্দির-মসজিদ হিন্দু-মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে। আর রাহুল সিনহা নিজেই দলের মধ্যে ব্রাত্য। তাঁর এই ধরনের মন্তব্যের কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না।” তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি বিধান সিংহ বলেন, “মন্দির-মসজিদ হিন্দু-মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে। আর রাহুল সিনহা নিজেই দলের মধ্যে ব্রাত্য। তাঁর এই ধরনের মন্তব্যের কোনও যুক্তি আছে বলে আমি মনে করি না।”