Mobile: স্ত্রীর হারানো মোবাইল খুঁজে দেয় পুলিশই, কিন্তু তারপর এক রাতেই স্ত্রী-র হয়ে গেল… এখন কান্না থামছেই না রফিকের

Bankura: পরে থানায় অভিযোগ দায়ের করলে তিনি পুলিশের উদ্যোগে ফিরে পান নিজের খোয়া যাওয়া মোবাইল ফোনটি। কিন্তু গতকাল তিনি স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে দেখেন মোবাইল হারানোর ঠিক পরের দিনই তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে দু'দফায় মোট ৩১ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

Mobile: স্ত্রীর হারানো মোবাইল খুঁজে দেয় পুলিশই, কিন্তু তারপর এক রাতেই স্ত্রী-র হয়ে গেল... এখন কান্না থামছেই না রফিকের
প্রতারিতরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 11, 2025 | 12:19 PM

বাঁকুড়া:  হারিয়ে গিয়েছিল মোবাইল ফোন। থানায় ডায়েরি করে পরে সেই মোবাইল ফোন ফিরেও পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করাতে গিয়ে দেখলেন সেই অ্যাকাউন্ট থেকে দু’দফায় গায়েব হয়ে গিয়েছে মোট ৩১ হাজার টাকা। এমন সাইবার প্রতারণার শিকার হয়ে বাঁকুড়ার পাত্রসায়ের থানার দ্বারস্থ হলেন ইন্দাস ব্লকের কুমরুল গ্রামের বাসিন্দা চম্পা বেগম।

জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস থানার কুমরুল গ্রামের বাসিন্দা চম্পা বেগমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পাত্রসায়ের থানার রসুলপুর এলাকায় থাকা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের একটি শাখায়। তাঁর অ্যাকাউন্টের সঙ্গে স্বামী রফিক রহমান মণ্ডলের মোবাইল নম্বর দেওয়া ছিল। গতবছর ১৮ অক্টোবর পাত্রসায়ের থানার রসুলপুর বাজারে নিজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন রফিক রহমান মণ্ডল।

পরে থানায় অভিযোগ দায়ের করলে তিনি পুলিশের উদ্যোগে ফিরে পান নিজের খোয়া যাওয়া মোবাইল ফোনটি। কিন্তু গতকাল তিনি স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে দেখেন মোবাইল হারানোর ঠিক পরের দিনই তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট থেকে দু’দফায় মোট ৩১ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসতেই প্রথমে পাত্রসায়ের থানায় হাজির হন প্রতারিত গ্রাহকের পরিবার। পরে বাঁকুড়া সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রতারিত রফিক রহমানের দাবি, স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে তাঁর মোবাইল নম্বর লিঙ্ক করা ছিল। সেই মোবাইল হাতে পেতেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে প্রতারকেরা। যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত অবিলম্বে তাঁদের গ্রেফতারির দাবি জানিয়েছে প্রতারিতের পরিবার।