
ছাতনা: মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিল বাবা। তারপর থেকে আর খোঁজ মেলেনি। সেই নিখোঁজ বাবাকে খুঁজতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি ছেলের। বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কায় ছেলের সঙ্গেই মৃত্যু হল তাঁর এক সঙ্গীরও। বুধবার রাতে ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার তিলনা গ্রামের কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বাড়িতে ঝড়া করে ঘর থেকে বেরিয়ে যান পুরুলিয়ার সাঁতুড়ি থানার ঘোড়ামূর্গা গ্রামের বুধন মণ্ডলের বাবা। সন্ধ্যা পর্যন্ত আরও ফিরে আসেননি বাড়িতে। তাতেই চিন্তা বাড়তে থাকে পরিবারের সদস্যদের। লরি চালিয়ে সংসার চালান বুধন। বাবা বাড়িতে না ফেরায় চিন্তা বাড়তে থাকে তারও। রাতেই বাইক নিয়ে গ্রামেরই দুই বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়েন। খোঁজ শুরু করেন। তাঁরা মনে করেছিলেন বাবা বাঁকুড়ার দিকে গিয়ে থাকতে পারেন। তিন বন্ধু মিলে তিন জনে বাঁকুড়ার দিকে ছোটেন। বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পরেও মেলেনি দেখা। শেষে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা।
সূত্রের খবর, বাইকটি ছাতনার থানার তিলনা এলাকায় যেতেই একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ৩ জনই রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছাতনা থানার পুলিশ। তিনজনকে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বুধন মণ্ডল ও বিপদতারণ ঘোষালকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন বাপি ঘোষ। তাঁকে ইতিমধ্যেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। শোকের ছায়া পরিবারে।