বিষ্ণুপুর: কিছুদিন আগে বনগাঁয় নাবালিকাকে ধর্ষণের (Crime Against Woman) অভিযোগ ওঠে গৃহ শিক্ষককের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকেই ওই নাবালিকা গৃহ শিক্ষকের কাছে পড়তে যেত বলে জানা যায়। ঘটনার দিনও যায়। ওই দিনই ছাত্রীকে একা ফেয়ে ধর্ষণ করে গৃহশিক্ষক (Private Tutor)। এমনটাই অভিযোগ ছিল নির্যাতিতার পরিবারের। এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া গেল বাঁকুড়ায় (Bankura)। টিউশানি পড়ানোর নাম করে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক গৃহশিক্ষককে।
সূত্রের খবর, গত রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর থানা এলাকার দ্বিতীয় শ্রেণীর এক নাবালিকা তার বাবার সঙ্গে গ্রামেরই এক গৃহ শিক্ষকের বাড়িতে পড়তে যায়। অভিযোগ, ওইদিন ওই গৃহ শিক্ষক অন্যান্য ছাত্রদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেও ওই শিশুকন্যাকে আটকে রেখে যৌন নির্যাতন চালান। ধর্ষণও করা হয় বলে অভিযোগ। ঘটনায় শিশুকন্যাটি অসুস্থ হয়ে পড়ে বলেও জানা যায়। কোনওরকমে বাড়ি ফিরে ঘটনার কথা তাঁর বাবা-মায়ের কাছে খুলে বলে নির্যাতিতা। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের সদস্যারা। অভিযোগ পেয়েই বিষ্ণুপুর থানার পুলিশ ওই গৃহ শিক্ষককে গ্রেফতার করে। অভিযুক্তকে মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে তোলে পুলিশ।
এদিকে অভিযুক্ত গৃহ শিক্ষকের ফাঁসির দাবিতে সরব হয়েছে নাবালিকাটির পরিবার। ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, “ওইদিন টিউশানি পড়তে গিয়েছিল গৃহ শিক্ষকের কাছে। রাতে সাড়ে আটটা বাগাদ ফেরার পর ওকে দেখে সন্দেহ হয় আমাদের। রক্তও পড়তে দেখা যায়। আমরা জিজ্ঞাস করতে প্রথমে কিছু বলতে চায়নি। পরবর্তীতে ঘটনার কথা আমরা জানতে পারি। আমরা চাই দোষীর ফাঁসি হোক।”