Picnic: হাসিমুখে পিকনিক করে বাড়ি ফেরার পথেই কান্নার রোল, এক নিমেষে উচ্ছ্বাস মিলিয়ে গেল বিষাদে

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jan 14, 2024 | 12:24 PM

Picnic: পিকনিক থেকে ফেরার পথে লরির সাথে মুখোমুখি ধাক্কা ছোট গাড়ির। মৃত এক। আহত ৫। বাঁকদহের চেকপোস্টের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ছোট গাড়িটির।

Picnic: হাসিমুখে পিকনিক করে বাড়ি ফেরার পথেই কান্নার রোল, এক নিমেষে উচ্ছ্বাস মিলিয়ে গেল বিষাদে
ঘটনায় শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

বাঁকুড়া: পিকনিক করে ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা পর্যটক বোঝাই একটি ছোট গাড়ির। আর তাতেই মৃত্যু হল ছোট গাড়ির চালকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায়। বাঁকদহের চেকপোস্টের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ছোট গাড়িটির। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীপক কুমার জানা। আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৫ জন পর্যটককে নিয়ে একটি ছোট গাড়ি বাঁকুড়ার শুশুনিয়া ও মুকুটমনিপুরে এসেছিল। বাঁকুড়ার ওই দুটি পর্যটনকেন্দ্র ঘুরে পর্যটকরা মেদিনীপুরে ফিরছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।

৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে ফিরছিল গাড়িটি। বিষ্ণুপুর থানার বাঁকাদহ চেক পোস্টের কাছে উল্টোদিক থেকে আসছিল একটি লরি। সেই লরিটিই ধাক্কা দেয় পর্যটক বোঝাই গাড়িটিকে। ধাক্কার অভিঘাতে এতটাই বেশি ছিল যে ছোট গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। তাঁরাই আহত পর্যটকদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে বাঁচানো যায়নি ছোট গাড়ির চালক দীপক জানাকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্য পর্যটকদের চিকিৎসা চলছে ওই হাসপাতালে। 

Next Article