Panchayat Elections 2023: ভোটের আগে ব্যাগভর্তি বোমা সহ আটক দু’টি গাড়ি, আটক চালক সহ মোট আট জন

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 14, 2023 | 12:45 PM

Panchayat Elections 2023: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোনয়নে গণ্ডগোল তৈরি করতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে। এমন খবর গতকাল রাতেই পুলিশের কাছে পৌঁছয়

Panchayat Elections 2023: ভোটের আগে ব্যাগভর্তি বোমা সহ আটক দুটি গাড়ি, আটক চালক সহ মোট আট জন
এই গাড়ি থেকেই বোমা (নিজস্ব চিত্র)

Follow Us

বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগে দিকে-দিকে যখন পরিস্থিতি উত্তপ্ত সেই সময় আবার উদ্ধার তাজা বোমা। ব্যাগভর্তি সেই বোমা সহ আটক দু’টি গাড়ি। সঙ্গে আটক দুই চালক সহ মোট আট জন। জানা গিয়েছে, পাটরাইয়ের দিক থেকে বাঁকুড়ার ইন্দাসে যাওয়ার পথে বাঁধেরপাড় এলাকায় গাড়ি দুটিকে আটক করে তল্লাশি করতেই ব্যাগ ভর্তি বোমার হদিশ পায় পুলিশ। দুটি গাড়ির দুই চালক সহ গাড়িতে সওয়ার থাকা মোট আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোনয়নে গণ্ডগোল তৈরি করতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে। এমন খবর গতকাল রাতেই পুলিশের কাছে পৌঁছয়। এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে। আজ সকাল সাড়ে সাতটার আশপাশে দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের যেতে দেখেন। সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখনই গাড়ি দু’টির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা উদ্ধার হয়। এরপরই গাড়ি দুটিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে পুলিশ।

আটক করা হয় দুটি গাড়িতে থাকা আটজনকে। পুলিশের দাবি, ফোনে ফোনে বরাত পেয়ে বোমাগুলি ইন্দাসে আনা হচ্ছিল। কে বা কারা কেন এই বোমার বরাত দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি ওই গাড়িগুলির একটিতে বিজেপির দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিল। বিজেপির দাবি, গাড়িগুলিতে করে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন। সেই সময় চক্রান্ত করে তৃণমূল গাড়িগুলিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিজেপির দাবী চক্রান্ত করে গাড়িগুলিতে বোমা রেখে তা উদ্ধারের নাটক করা হচ্ছে। তৃণমূল এই ঘটনার কড়া সমালোচনা করেছে।

 

Next Article