Forest Department: বাংলায় ভাল্লুক নিয়ে খেলা দেখাতে এসে জেলে গেল বিহারের যুবক

Forest Department: শনিবার ওই যুবককে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রাম থেকে গ্রেফতার করে বন দফতর। উদ্ধার করা হয়েছে পূর্ণবয়স্ক একটি পুরুষ ভাল্লুককে। এদিনই রাজকে তোলা হবে খাতড়া মহকুমা আদালতে। শনিবারই প্রথম খবরটা পান বনকর্মীরা।

Forest Department: বাংলায় ভাল্লুক নিয়ে খেলা দেখাতে এসে জেলে গেল বিহারের যুবক
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 23, 2025 | 12:09 PM

বাঁকুড়া: বাঘ ধরতে গিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই বেশ ব্যস্ত বনকর্মীরা। সুন্দরবন থেকে পুরুলিয়া, নানা প্রান্তে প্রায়ই দেখা যাচ্ছে বাঘের পায়ের ছাপ। কপালে চিন্তার ভাঁজ চাওড়া হয়েছে বনকর্মীদের। এবার জালে ভাল্লুক। ভালুক নিয়ে খেলা দেখাতে এসে বন দফতরের হাতে ধরা পড়ল যুবক। ভাল্লুকটিকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার বিহারের বাঁকা জেলার বাসিন্দা মহম্মদ রাজ কালান্দর। বাঁকুড়ার সারেঙ্গা থেকে তাঁকে গ্রেফতার করেছে বন দফতর। 

সূত্রের খবর, শনিবার ওই যুবককে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রাম থেকে গ্রেফতার করে বন দফতর। উদ্ধার করা হয়েছে পূর্ণবয়স্ক একটি পুরুষ ভাল্লুককে। এদিনই রাজকে তোলা হবে খাতড়া মহকুমা আদালতে। শনিবারই প্রথম খবরটা পান বনকর্মীরা। বিশেষ সূত্রে বন কর্মীরা জানতে পারেন এক যুবক সঙ্গে একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক নিয়ে সারেঙ্গার পিঠাবাঁকড়া গ্রামে খেলা দেখাচ্ছে। খবর পেতেই ওই গ্রামে যান বন দফতরের আধিকারিকরা। খবর যে সত্যি তা ওখানে গেলেই বোঝা যায়। 

মাঝপথেই থেমে যায় ভাল্লুকের খেলা। মুহূর্তের মধ্যেই গ্রেফতার করা হয় মহম্মদ রাজকে। পূর্ণবয়স্ক ভালুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সারেঙ্গার বন দফতরে। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বন দফতর।