Bankura: পুলিশ ক্যাম্পে হামলা, গ্রেফতার ৭

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2025 | 6:40 PM

Bankura: এই ঘটনায় তিন পুলিশকর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Bankura: পুলিশ ক্যাম্পে হামলা, গ্রেফতার ৭
গ্রেফতার সাত
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তিন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর। এই ঘটনায় সাত হামলাকারীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল গভীর রাতে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তরবেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই সময় উপস্থিত তিন পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনায় ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে সোনামুখী থানার পুলিশ।

এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম তিন পুলিশ কর্মী এখনো চিকিৎসাধীন রয়েছেন সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা ৫০ -৬০ জন গ্রামবাসী আচমকা হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার,রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ। হামলাকারী গ্রামবাসীরা ৩ পুলিশকর্মীকেই বেধড়ক মারধর করে।

এই ঘটনায় তিন পুলিশকর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তখন পুলিশ সাত জনকে গ্রেফতার করে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাত জনকেই চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

Next Article