Molestation: ঘুমন্ত নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, প্রতিবাদ করতেই পরিবারের সদস্যদের বেধড়ক মার

Molestation: সূত্রের খবর, ঘটনা জানতে পেরেই অভিযুক্তের বাড়িতে যায় নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ, তখনই তাঁদের উপর টাঙি ও লাঠি নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবকের পরিবারের বেশ কিছু সদস্য।

Molestation: ঘুমন্ত নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, প্রতিবাদ করতেই পরিবারের সদস্যদের বেধড়ক মার
প্রতীকী ছবি।

| Edited By: জয়দীপ দাস

Aug 10, 2023 | 8:10 PM

বাঁকুড়া: রাতে বাড়ির উঠোনে ঘুমাচ্ছিল নাবালিকা। অভিযোগ, চুপিসারে সেই সময় বাড়িতে ঢোকে পাড়ারই এক যুবক। ঘুমন্ত অবস্থাতেই শ্লীলতাহানির (Molestation) চেষ্টা করা হয়। ঘুম ভাঙতেই ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় নাবালিকা। যুবককে দেখে চিৎকার করতে শুরু করে। তাঁর চিৎকারেই ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরা। তাঁদের দেখেই পালিয়ে যায় যুবক। এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলতে গেলে নির্যাতিতার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহতরা ভর্তি হাসপাতালে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়। 

ইতিমধ্যে ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর, ঘটনা জানতে পেরেই অভিযুক্তের বাড়িতে যায় নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ, তখনই তাঁদের উপর টাঙি ও লাঠি নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবকের পরিবারের বেশ কিছু সদস্য। ঘটনায় দুই মহিলা সহ পাঁচ জন গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে তাঁকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় নির্যাতিতার পরিবারের এক সদস্য বলছেন, “রাতে মেয়েরা দুয়ারে শুয়েছিল। তখনই ও বাড়িতে ঢোকে। আমাদের মেয়েটাকে ধরতে যায়। ছেলেটাকে ভয়ে চিৎকার করতেই যুবকটা ছুটে পালায়। আমরা যখন এ বিষয়ে ওদের বাড়িতে অভিযোগ জানাতে যাই তখন আমাদের বেধড়ক মারধর করে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। আমরা ওদের শাস্তি চাইছি।”