বাঁকুড়া: পুরনো শত্রুতার জেরে গ্রামেরই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। বিনা দোষে পুলিশ তাদের আটক করেছে, তার প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ। সেই অবরোধ হঠাতে এবার লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজোল এলাকায় শুক্রবার দুপুরের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজোল গ্রামের দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই শত্রুতা চলে আসছিল। সেই শত্রুতার জেরে এক পরিবারের সদস্যরা অপর পরিবারের সদস্যদের লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়ে বলে অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ অভিযুক্ত এক মহিলা ও এক পুরুষকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরই ওই দু’জনকে বিনা দোষে আটক করা হয়েছে, তাই অবিলম্বে তাদের ছেড়ে দিতে হবে এই দাবিতে গ্রামবাসীদের একাংশ বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়কের বাঘাজোল মোড়ের কাছে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ ও অবরোধ চলার পর জয়পুর থানার পুলিশ অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু নিজেদের দাবিতে অনড় গ্রামবাসীরা অবরোধ তুলতে না চাইলে শেষপর্যন্ত লাঠিচার্জ করে অবরোধকারীদের হঠিয়ে দেয় পুলিশ। স্থানীয় গ্রামবাসীদের দাবি, অবরোধকারী পুরুষ ও মহিলাদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে পুলিশ।