Bankura: ৩০ বছর আগে স্ত্রীকে খুন করেন, আজ তিনি বৃদ্ধ, এতদিন পর সেই মানুষটাকেই তাঁবুতে যে অবস্থায় দেখলেন পড়শিরা

Bankura: বছর পঞ্চান্ন বয়সী মৃত শ্যামলী সাঁতরার বাড়ি স্থানীয় ভিমাহার গ্রামে হলেও সরিষাদিঘি এলাকায়। তিনি গত কয়েকবছর ধরে তাঁবু খাটিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয় এলাকায় ভিক্ষে করেই তাঁর দিন চলত।

Bankura: ৩০ বছর আগে স্ত্রীকে খুন করেন, আজ তিনি বৃদ্ধ, এতদিন পর সেই মানুষটাকেই তাঁবুতে যে অবস্থায় দেখলেন পড়শিরা
তাঁবু থেকে উদ্ধার দেহ!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2025 | 11:32 AM

বাঁকুড়া: একা থাকেন, পরিবারে আর কেউ নেই। ৩০ বছর আগে নিজের স্ত্রীকে খুন করেছিলেন। যাবজ্জীবন সাজা কাটিয়ে আসেন। বাড়িও নেই। তাঁবু খাটিয়ে গ্রামের এক কোণে থাকেন। আশপাশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। সেখানে পড়শিরা থাকেন। হঠাৎই দুদিন ধরে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন ওই তাঁবু থেকেই গন্ধ বেরোচ্ছে। কাছে যেতেই শিউরে ওঠেন। ওই ব্যক্তিরই পচাগলা দেহ উদ্ধার হয়। বাঁকুড়ার কোতুলপুর থানার সরিষাদিঘি কলোনি এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম শ্যামলী সাঁতরা। কোতুলপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঞ্চান্ন বয়সী মৃত শ্যামলী সাঁতরার বাড়ি স্থানীয় ভিমাহার গ্রামে হলেও সরিষাদিঘি এলাকায়। তিনি গত কয়েকবছর ধরে তাঁবু খাটিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয় এলাকায় ভিক্ষে করেই তাঁর দিন চলত। পুলিশ সূত্রে খবর, বছর ৩০ আগে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে এই শ্যামলী সাঁতরার যাবজ্জীবন কারাদন্ড হয়। বছর পনেরো আগে জেল থেকে মুক্তি পেলেও পরিবারের লোকজন আর তাঁকে বাড়িতে থাকতে দেননি। প্রথমে নিজের গ্রাম ভীমাহারের প্রান্তে ও পরবর্তীতে সরিষাদিঘি এলাকায় ক্যানেলের পাড়ে তার্পোলিনের তাঁবু তৈরি করে একাই বসবাস শুরু করেন শ্যামলী ।

রবিবার সন্ধ্যায় তাঁর তাঁবু থেকে প্রবল পচা দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই তাঁবুর ভেতরে উঁকি দিয়ে দেখেন মেঝেতে ওই ব্যক্তির দেহ পচাগলা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই কোতুলপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। শ্যামলীর মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।