Crime: এমন কী ঘটল কলতলায়? পাশের বাড়ির ছেলের শাবলের কোপে প্রাণ গেল তরুণীর!

Bankura: এই ঘটনার পর থেকে খোঁজ নেই কুশ বাগ নামে ওই যুবকের।

Crime: এমন কী ঘটল কলতলায়? পাশের বাড়ির ছেলের শাবলের কোপে প্রাণ গেল তরুণীর!
নিহত লক্ষ্মী পালের আত্মীয় ভৈরব পাল। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2022 | 12:10 PM

বাঁকুড়া: জল নেওয়াকে কেন্দ্র করে বচসা। সেই বচসা হয়ে উঠল প্রাণঘাতী। বছরের প্রথম দিন রক্তাক্তকাণ্ড বাঁকুড়ার কোতুলপুর থানার পুনিয়াজোলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মী পাল। বয়স ১৮ বছর। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গ্রামের নলকূপ থেকে জল নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। লক্ষ্মী জল নিতে এসেছিলেন পাড়ার কলে। এদিকে সেই সময় পুনিয়াজোলেরই এক যুবকও জল নিতে আসেন। ওই যুবকের নাম কুশ বাগ। অভিযোগ, কুশের সঙ্গের বচসা শুরু হয় লক্ষ্মীর।

অভিযোগ, কথা কাটাকাটি মুহূর্তে হাতাহাতিতে পৌঁছয়। এরপরই ওই যুবক বাড়ি থেকে শাবল বের করে নিয়ে এসে লক্ষ্মীর ঘাড়ে ও মাথায় বেপরোয়াভাবে আঘাত করতে থাকে বলে অভিযোগ। মাটিতে লুটিয়ে পড়ে লক্ষ্মীর রক্তাক্ত দেহ। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন এলাকার লোকজন। কোনওভাবে ওই যুবককে নিরস্ত্র করেন বলে এলাকার লোকজনের দাবি।

এরপরই ওই লক্ষ্মী পালকে উদ্ধার করে কোতুলপুর গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, ওই তরুণীর মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকে খোঁজ নেই কুশ বাগ নামে ওই যুবকের। লক্ষ্মীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে মেরে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে গ্রামেরই যুবক।

কোতুলপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি লক্ষ্মী পালের পরিবারের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। তবে নিছক জল নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোন কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। অভিযুক্তের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ করছে কোতুলপুর থানার পুলিশ।

নিহত লক্ষ্মী পালের আত্মীয় ভৈরব পাল বলেন, “লক্ষ্মী পাড়ার কলে জল আনতে গিয়েছিল। একটা ২৫-২৬ বছরের ছেলে শুরু করেছে ও আগে জল নেবে। এবার দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছে। এ বলছে আগে জল নেবে, ও বলছে আগে জল নেবে। এরপরই ওই ছেলে ঘর থেকে শাবল বের করে নিয়ে এসেছে। লক্ষ্মীর মাথার পিছনে মেরেছে শাবল দিয়ে। এক দু’বার নয় কম করে সাত আটবার মেরেছে। মেয়েটা একেবারে মাটিতে লুটিয়ে পড়ে।”

ভৈরবের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় লক্ষ্মী পালের। একইসঙ্গে ভৈরব পাল বলেন, “ওর ভাই ছিল, ভাইয়ের পায়েও মেরেছে। মেরে পালিয়ে গিয়েছে। ছেলেটার দাদা পালাতে সাহায্য করেছে। পাশাপাশি বাড়ি। অথচ জল আনতে গিয়ে সেখানে এমন কী হতে পারে যে ঘর থেকে শাবল এনে মারবে বুঝতেই পারছি না।”

আরও পড়ুন: Abhishek Banerjee: এই প্রথম! দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অভিষেক

ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?