Bankura: বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার

Bankura: বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা বাঁকুড়া জেলার। তার মাঝেই বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে,  সকালে স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে নিজের বাড়িতে ফিরছিলেন ওন্দা ব্লকের সাহাপুর গ্রামের বাসিন্দা রেবা মাজি।

Bankura: বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 19, 2025 | 3:25 PM

বাঁকুড়া:  বর্ষার শুরুতেই ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। পুলিশ জানিয়েছে,  মৃতার নাম রেবা মাজি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের সাহাপুর মাজিপাড়া এলাকায়। বিদ্যুৎ দফতরের গাফিলাতিতেই ওই প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে, দাবি বিদ্যুৎ দফতরের।

বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা বাঁকুড়া জেলার। তার মাঝেই বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে,  সকালে স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে নিজের বাড়িতে ফিরছিলেন ওন্দা ব্লকের সাহাপুর গ্রামের বাসিন্দা রেবা মাজি। গ্রামের রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল তা নজরে আসেনি রেবা মাজির। ছেঁড়া সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার কথা জানাজানি হতেই ওন্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে হাইটেনশান বিদ্যুতের তার ঝুলে রয়েছে। এছাড়া দীর্ঘদিনের পুরানো তার বদলের বারংবার দাবিও জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু  বিদ্যুৎ দফতরের স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দফতর গ্রামবাসীদের কথামতো বিদ্যুতের তার বদল করলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। বিদ্যুৎ দফতরের আধিকারিকদের দাবি, আগামীতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।