Bankura: তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন, পথেই রক্তারক্তিকাণ্ড

Bankura: রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিক আপ ভ্যানে জনা পঁচিশ পুণ্যার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন। রাস্তায় চন্ডীপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি উল্টে যায়।

Bankura: তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন, পথেই রক্তারক্তিকাণ্ড
বাঁকুড়া দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 09, 2024 | 7:37 PM

বাঁকুড়া: তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পিক আপ ভ্যান উল্টে আহত হলেন কমপক্ষে ২৫ জন পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার চণ্ডীপুর এলাকায়। আহতদের দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাস্তা ধরে একটি পিক আপ ভ্যানে জনা পঁচিশ পুণ্যার্থী তারকেশ্বরের মন্দিরের উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন। রাস্তায় চন্ডীপুরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটি উল্টে যায়। ঘটনায় রাস্তার পার্শ্ববর্তী জমিতে ছিটকে পড়েন পুণ্যার্থীরা। কারোর মাথায়, কারোর হাতে মারাত্মক চোট লাগে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। পরে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “দেখলাম হঠাৎ টাল খেতে খেতে উল্টে গেল। অতিরিক্ত লোক তোলার জন্য এরকম হয়েছে কিনা, বলতে পারব না। তবে সামনে আর কোনও গাড়ি ছিল না। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটত।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)