Bankura: বাবা-মায়ের মাঝখান থেকেই উধাও দেড় বছরের শিশু… তারপর…

বাঁকুড়া:  বিছানায় ঘুমন্ত দম্পতির মাঝখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ শিশুকন্যা। খোঁজ মিলল না ৩৬ ঘণ্টা পরেও। নিখোঁজ শিশু কন্যার খোঁজে বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চলছে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও। বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে বৃহস্পতিবার ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দেড় বছর বয়সী এক শিশু কন্যা। জানা গিয়েছে, বগা গ্রামে প্রশান্ত […]

Bankura: বাবা-মায়ের মাঝখান থেকেই উধাও দেড় বছরের শিশু... তারপর...
খোঁজ চলছে শিশু!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 25, 2025 | 2:28 PM

বাঁকুড়া:  বিছানায় ঘুমন্ত দম্পতির মাঝখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ শিশুকন্যা। খোঁজ মিলল না ৩৬ ঘণ্টা পরেও। নিখোঁজ শিশু কন্যার খোঁজে বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চলছে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও।

বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে বৃহস্পতিবার ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় দেড় বছর বয়সী এক শিশু কন্যা। জানা গিয়েছে, বগা গ্রামে প্রশান্ত বাউড়ি ও তাঁর স্ত্রী মুন্নি নিজেদের তিন শিশু সন্তানকে মাঝে নিয়ে নিজেদের বাড়িতে শুয়েছিলেন। প্রবল গরম ও লোডশেডিংয়ের কারণে ঘরের দরজা খোলা ছিল। ভোরবেলায় ওই দম্পতি ঘুম থেকে উঠে দেখেন অন্য দুই শিশু সন্তান বিছানায় থাকলেও নিখোঁজ হয়ে গেছে দেড় বছরের শিশু কন্যা।

ঘটনার খবর জানাজানি হওয়ার পর বাঁকুড়া সদর থানার পুলিশ পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু করে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের শুরু হয় জিজ্ঞাসাবাদও। কিন্তু ৩৬ ঘন্টা পরেও খোঁজ মেলেনি সেই শিশু কন্যার। সকাল থেকে ফের বগা এলাকায় শুরু হয়েছে পুলিশের তল্লাশি। এলাকার ঝোপঝাড় ও পুকুরে শিশুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সময় যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে নিখোঁজ সন্তানের পরিনারেও।