Bankura: আসল সাংসদের ওপর হামলা, অভিযুক্তদের প্রত্যেকের গ্রেফতারির দাবিতে চলছে বিজেপির বিক্ষোভ

Bankura BJP: সাংসদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে দুর্যোগকবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের।

Bankura: আসল সাংসদের ওপর হামলা, অভিযুক্তদের প্রত্যেকের গ্রেফতারির দাবিতে চলছে বিজেপির বিক্ষোভ
বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 10, 2025 | 7:55 PM

বাঁকুড়া:  অতি সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া দলের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে অভিযোগ তুলে লাগাতর বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি বিজেপি ও তার শাখা সংগঠনগুলির। শুক্রবার ওই ইস্যুতে বাঁকুড়া শহরের স্টেশন মোড় এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধে সামিল হন ওই দলের মহিলা মোর্চার সদস্যারা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ অন্যান্যরা।

এদিন উপস্থিত বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সাংসদ খগেন মুর্মু ওই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত দিকে দিকে আন্দোলন চলবে।

সাংসদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে দুর্যোগকবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। অতর্কিতে তাঁদের গাড়ি লক্ষ্য করে লাঠি, জুতো নিয়ে চড়াও হন অনেকে। তাঁদের মধ্যে কেউ কেউ নদীর ধার থেকে পাথর তুলে ছুড়তে থাকেন। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছিলেন সাংসদ। তখনই অতর্কিতে ছোড়া ইট এসে তাঁর চোখের নীচে লাগে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর। চোখের নীচের অতি স্পর্শকাতর হাড় ভেঙে গিয়েছে তাঁর। আপাতত শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনায় মণ্ডল সভাপতি ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যেই কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।