
বাঁকুড়া: মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল এক শিশুর। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে । জানা গিয়েছে, মৃত শিশুর নাম কিরণ লোহার।
চলতি বছর বর্ষার শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে লাগাতর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা ভয়ঙ্কর। এমনিতেই ক্ষতিগ্রস্ত বাঁকুড়া জেলার বহু কাঁচা বাড়ি। চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। আর সেই লাগাতার বৃষ্টিতে এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল তিন বছরের এক শিশুর।
জানা গিয়েছে, পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামের কিরণ অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল। সকাল সাড়ে সাতটার আশপাশে আচমকাই বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে কিরণ লোহারের উপর। ঘটনা নজরে আসতেই পরিবারের লোকজন ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত শিশুর বাবা বিশ্বনাথ লোহারের বক্তব্য, “আবাস যোজনায় পাকা বাড়ির জন্য তাঁরা আবেদন জানিয়েছিলেন। কিন্তু তালিকায় নাম আসেনি। তাঁদের দাবি আজ পাকা বাড়ি থাকলে এভাবে কোলের শিশুটিকে প্রাণ হারাতে হত না।”
দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন, “কেন্দ্রের সরকার আবাস প্রকল্পে এ রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে না রাখলে এমন দুর্ঘটনার মুখে পড়তে হত না পরিবারটিকে।”