Bankura: রাত পোহাল না, আবারও বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাঁকুড়ায়

Bankura: অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে নিজের পাকা বাড়ির সামনে মাটির দেওয়ালের উপর টালির চালার তৈরি রান্না ঘরে রান্না করছিলেন বছর পঁচাত্তর বয়সী শেফালি বাউল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই রান্নাঘরটি। ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধা।

Bankura: রাত পোহাল না, আবারও বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাঁকুড়ায়
বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 04, 2025 | 4:52 PM

বাঁকুড়া: ফের বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শেফালি বাউল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই রবিবার দুপুরে নিজের পাকা বাড়ির সামনে মাটির দেওয়ালের উপর টালির চালার তৈরি রান্না ঘরে রান্না করছিলেন বছর পঁচাত্তর বয়সী শেফালি বাউল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই রান্নাঘরটি। ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধা।

তড়িঘড়ি ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানেই রবিবার রাতেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ওই বৃদ্ধার দেহের ময়নাতদন্ত করার পর দেহটি মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, রবিবারই মাটির বাড়ি ধসে তিন বছরের শিশুর মৃত্যু হয় বাঁকুড়ায়। রবিবার সকালে নিজের বাড়ির উঠোনে খেলা করার সময় একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই শিশুর শরীরে। গুরুতর জখম অবস্থায় শিশুটিরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের ডাংপাড়ায় ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা।