Bankura: বাবা শিক্ষক, দাদা ইঞ্জিনিয়র, তবুও ধান চুরি করলেন IT-র ছাত্র, কেন জানেন?

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 26, 2024 | 4:13 PM

Bankura: বাঁকুড়ার পাত্রসায়ের থানার ধগড়িয়া গ্রামের এক বাসিন্দার খামারে মজুত থাকা মিনিকিট প্রজাতির প্রায় পঞ্চাশ বস্তা চুরি যায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ট্রাক্টরে চাপিয়ে ওই ধান চুরি করে নিয়ে চম্পট দেয়।

Bankura: বাবা শিক্ষক, দাদা ইঞ্জিনিয়র, তবুও ধান চুরি করলেন IT-র ছাত্র, কেন জানেন?
গ্রেফতার অভিযুক্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া:  প্রতিবেশীর খামারে মজুত প্রায় পঞ্চাশ বস্তা ধান চুরি করার ঘটনায় গ্রেফতার করা হল কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়া-সহ দু’জনকে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ওই দুজনকে গ্রেফতার করে বাঁকুড়ার পাত্রসায়ের থানার পুলিশ। অত্যন্ত স্বচ্ছল পরিবারের ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কেন প্রতিবেশীর ধান চুরি করল, তা নিয়েই ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসায়ের থানার ধগড়িয়া গ্রামের এক বাসিন্দার খামারে মজুত থাকা মিনিকিট প্রজাতির প্রায় পঞ্চাশ বস্তা চুরি যায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ট্রাক্টরে চাপিয়ে ওই ধান চুরি করে নিয়ে চম্পট দেয়। ঘটনার অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পাত্রসায়ের থানার পুলিশ। স্থানীয় এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা দেখেন, ট্রাক্টরে ওই ধান নিয়ে যাওয়া হচ্ছে।

পিছনে একটি বাইকে দুই যুবক ট্রাক্টরটিকে অনুসরণ করে যাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই গ্রামেরই দুই যুবককে গ্রেফতার করে পাত্রসায়ের থানার পুলিশ। এর মধ্যে একজন কলকাতার একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র শুভদীপ বাড়ি।

শুভদীপের বাবা পেশায় শিক্ষক, দাদা ইঞ্জিনিয়র। পরিবারও যথেষ্ট স্বচ্ছল। ধৃত ছাত্রকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্বচ্ছল পরিবারের ওই পড়ুয়া কেন ধান চুরি করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Next Article