Bankura: দাবি মতো তোলা না দেওয়ায় আক্রান্ত বন দফতরের কর্মী, গ্রেফতার ২

Bankura: বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সোনামুখী থানার দক্ষিণশোল গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে কাঠ পরিবহন করছিল বন দফতরের দুটি গাড়ি। দক্ষিণশোল জঙ্গলের অদূরে ভীমারার কাছে গাড়ি দুটিকে আটকে স্থানীয় ৫ দুষ্কৃতী নির্দিষ্ট অঙ্কের তোলা দাবি করে বলে অভিযোগ।

Bankura: দাবি মতো তোলা না দেওয়ায় আক্রান্ত বন দফতরের কর্মী, গ্রেফতার ২
আক্রান্ত বন দফতরের কর্মীরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 13, 2025 | 5:33 PM

বাঁকুড়া: দাবি মতো তোলা না দেওয়ায় বন দফতরের কাঠ পরিবহনের গাড়ি আটকে বন কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় চার দুস্কৃতীকে গ্রেফতার করল বাঁকুড়ার সোনামুখী থানার পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার সোনামুখী থানার দক্ষিণশোল গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে কাঠ পরিবহন করছিল বন দফতরের দুটি গাড়ি। দক্ষিণশোল জঙ্গলের অদূরে ভীমারার কাছে গাড়ি দুটিকে আটকে স্থানীয় ৫ দুষ্কৃতী নির্দিষ্ট অঙ্কের তোলা দাবি করে বলে অভিযোগ। বন কর্মীরা দাবিমতো তোলা দিতে না চাইলে তাঁদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে দুস্কৃতীরা। ঘটনায় ২ জন বন কর্মী গুরুতর জখম হন।

বন কর্মীদের হাতে থাকা দুটি চালানও ছিঁড়ে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। আহত ২ বন কর্মীকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে যুক্ত দুই দুষ্কৃতীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। পরে আরও দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গঙ্গাধর ঘোষ, সুভাষ রায়, সৌমেন মুখোপাধ্যায় ও বিকাশ বাউড়ি। অপর এক দুষ্কৃতী পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে ধৃত ৪ জনকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের প্রত্যেককে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।