বাঁকুড়া: দামোদরের জলে স্নান করতে নেমেছিলেন। ভরা বর্ষাতে নদীতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম মেঘদূত কারক। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার পাত্রসায়ের থানার টাসুলি গ্রাম লাগোয়া দামোদর নদে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার দুপুরে সাইকেল নিয়ে স্নান করতে যাচ্ছিলেন মেঘদূত কারক। তিনি টাসুলি গ্রামের বাসিন্দা। সন্ধ্যে পর্যন্ত সেই বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। এই সময় গ্রাম লাগোয়া দামোদর নদের ঘাটে সাইকেল ও পোশাক পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন নিশ্চিত হন মেঘদূত স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছে। এরপরই পরিবারের লোকজন নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালায়। গভীর রাতে নদীর জল থেকেই মেঘদূত কারকের মৃতদেহ উদ্ধার হয়। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃত কিশোরের দাদা বলেন, “দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর যখন বাড়ি আসেনি তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। এরপর ওইখানকার লোক বলেন যে জামা কাপড় নদীর ঘাটে রয়েছে। তারপর ওইখানে আমরা পৌঁছে যাই। গিয়ে দেখি ও পড়ে রয়েছে।”