বাঁকুড়া: সকাল থেকেই গ্রামের অদূরে জঙ্গল রাস্তায় পায়ের ছাপ মিলছিল। তাতেই আতঙ্ক ছড়িয়েছিল রানিবাঁধ ব্লকের বাগডুবি গ্রামে । সন্ধ্যার ঠিক গোড়ায় গ্রামের অদূরে বাঘের দেখা মেলার খবর ছড়িয়ে পড়তেই সেই আতঙ্কই যেন বেড়ে গেল বহুগুণ। স্থানীয়দের দাবি, তাঁরা গ্রামের কিছুটা দূরেই বাঘ দেখেছেন।
সকালে জঙ্গলমহলের বাগডুবি গ্রামে রাস্তার একাধিক জায়গায় অজানা জন্তুর বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বনদপ্তরের পক্ষ থেকে সেই ছাপ গুলি যাচাই করে দেখার কাজ চালানো হচ্ছিল। তার মধ্যেই আজ সন্ধ্যার মুখে গ্রামের অদূরে জঙ্গলে ডোরাকাটা বাঘ দেখতে পান বলে দাবি করেন বাগডুবি গ্রামের কয়েকজন যুবক।
যুবকদের দাবি, অন্যান্য দিনের মতোই আজ বিকালে তাঁরা গ্রামের পাশের জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় রাস্তা পারাপার করতে দেখেন একটি ডোরাকাটা দাগ কাটা বাঘকে। গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকে গ্রামের বাঘের আতঙ্ক থাকলেও বনদফতরের পক্ষ থেকে কোনওরকম সতর্কতামূলক প্রচার করা হয়নি।
সন্ধ্যার মুখে বাঘ দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যা থেকে লাঠিসোঁটা হাতে গ্রাম পাহারা দিতে শুরু করেন গ্রামবাসীরা।গ্রামবাসীদের দাবি, গ্রামের যুবকরা কয়েকটি দলে ভাগ হয়ে লাঠিসোঁটা নিয়ে তাঁরা গ্রাম পাহারা দিতে বাধ্য হচ্ছেন। তাঁদের দাবি, গ্রামের বাড়িগুলিতে স্থায়ী কোন গোয়াল নেই।
বাড়ির বাইরেই গৃহপালিত গরু ছাগল বাঁধা থাকে। বাঘের হানায় গৃহপালিত পোষ্যগুলির যাতে কোনও ক্ষতি না হয় সেই জন্যই লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন বলে জানান গ্রামবাসীরা। বাঘের হানা রুখতে গ্রামের চারিদিকে স্থানে স্থানে জ্বালানো হয়েছে আগুনও।