Bankura: পাকিস্তানের যুদ্ধবিমানের নীচে ভারতীয় সেনা! লিখলেন একটাই শব্দ! গ্রোসারি ব্যবসায়ী রাহাতের আসল পরিচয় এসে এল সামনে

Bankura: ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও জাতিগত বিদ্বেষমূলক পোস্ট করে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার ফকিরডাঙ্গা এলাকায়। ধৃত যুবকের নাম রাহাত মল্লিক। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

Bankura: পাকিস্তানের যুদ্ধবিমানের নীচে ভারতীয় সেনা! লিখলেন একটাই শব্দ! গ্রোসারি ব্যবসায়ী রাহাতের আসল পরিচয় এসে এল সামনে
গ্রেফতার যুবক!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 15, 2025 | 12:26 PM

বাঁকুড়া:  পোস্ট করেছিলেন পাকিস্তানের সেনা ও পাকিস্তানের যুদ্ধবিমান! আর তার নীচে ভারতীয় সেনা সম্পর্কে বিশেষ শব্দ। পোস্ট করেন নিজের সামাজিক মাধ্যমে।
ভারত বিরোধী ও জাতিগত বিদ্বেষ পোস্ট করায় এক  যুবককে গ্রেফতার করল পুলিশ। পেশ করা হল আদালতে।

ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফের সামাজিক মাধ্যমে ভারত বিরোধী ও জাতিগত বিদ্বেষমূলক পোস্ট করে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার ফকিরডাঙ্গা এলাকায়। ধৃত যুবকের নাম রাহাত মল্লিক। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

ভারত পাক যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে দেশের অভ্যন্তরে জাতিগত বিদ্বেষ ছড়ানো না হয় তার জন্য সক্রিয় রয়েছে পুলিশ। লাগাতার নজরদারি চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। বাঁকুড়ার রাইপুর, বড়জোড়া ও বিষ্ণুপুর থানার পর এবার পাত্রসায়ের থানার পুলিশের নজরদারিতে সম্প্রতি ধরা পড়ে পাত্রসায়ের থানার ফকিরডাঙ্গা গ্রামের বাসিন্দা পেশায় গ্রোসারি ব্যবসায়ী রাহাত মল্লিক লাগাতার ভাবে সামাজিক মাধ্যমে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ভারত বিরোধী পোস্ট করে চলেছে।

তার পোস্ট এলাকায় জাতিগত বিদ্বেষ ছড়াতে পারে যার জেরে এলাকায় সম্প্রদায়গত শান্তি বিঘ্নিত হতে পারে বুঝতে পেরে সক্রিয় হয় পাত্রসায়ের থানার পুলিশ। দ্রুত রাহাত মল্লিককে গ্রেফতার করে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ধৃতর সামাজিক মাধ্যমের অ্য়াকাউন্টে দেখা যায় বিভিন্ন সময় ওই যুবক পাকিস্তান সেনা ও পাকিস্তানি যুদ্ধবিমানের ছবি দিয়ে ভারত বিরোধী একাধিক পোস্ট করেছেন। জাতি ও সম্প্রদায়গত উস্কানিমূলক একাধিক পোস্টও রয়েছে তাঁর সামাজিক মাধ্যমের একাউন্টে।

অবিলম্বে ওই পোস্টগুলিকে সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওই যুবকের এই ধরনের কর্মকান্ডের পিছনে অন্য কোনও ব্যক্তি বা সংগঠনের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।