Bankura: মিড ডে মিলের খিঁচুড়িতে টিকটিকি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাঞ্চল্য

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 12, 2024 | 12:20 PM

Bankura: অভিভাবকদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। কর্মীদের বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

Bankura: মিড ডে মিলের খিঁচুড়িতে টিকটিকি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাঞ্চল্য
মিড ডে মিলে টিকটিকি
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিঁচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার খাতড়ায়।  বৃহস্পতিবার সকালে স্থানীয় চকবাজার কেন্দ্র থেকে খিঁচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় খিঁচুড়িতে টিকটিকি পড়ে থাকার ঘটনা নজরে আসে এক অভিভাবকের। এরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসুতি ও শিশু মিলিয়ে কমবেশি ৫৭ জন উপভোক্তা রয়েছেন। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসূতিরা রান্না করা খিঁচুড়ি বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে শিশুকে খিঁচুড়ি খাওয়াতে গেলে খিঁচুড়ির মধ্যে একটি টিকটিকি পড়ে থাকতে দেখেন এক অভিভাবক। সেটি আবার সেদ্ধও হয়ে গিয়েছে।

ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই খিঁচুড়ি খাওয়া দুই শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা শুনে ওই অঙ্গনয়াড়ি কেন্দ্রে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও।

অভিভাবকদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। কর্মীদের বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অভিভাবকদের অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, রান্না করার সময় রান্না ঘরের চালা থেকে কোনওভাবে টিকটিকিটি পড়ে থাকতে পারে।

খাতড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, অধিকাংশ অভিভাবক খিঁচুড়ি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই খাবার খাওয়ার আগেই টিকটিকির বিষয়টি সামনে এসে যাওয়ায় এ যাত্রা রক্ষা পেয়েছে অনেকেই। বিডিও র দাবি, কয়েকজন খিঁচুড়ি খেয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

 

Next Article