
বাঁকুড়া: সন্ধ্যায় হঠাৎ করেই রান্নাঘরের বাল্বটা জ্বলছিল না। বাড়িতে সে সময়ে আর কেউ ছিলেন না। রান্না ঘরে খাবার আনতে গিয়ে বুঝতে পারেন, হয়তো কানেকশনের সমস্যা। আর বাড়ির লোক আসার আগে সেটাই ঠিক করতে গিয়েছিলেন। তাতেই সব শেষ!
নিজের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার বাগরোল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নলীন সাঁতরা। পুলিশ রাতেই মৃতদেহটি উদ্ধার করে আজ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার বাগরোল গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন বছর ৫৭ বয়সী নলীন সাঁতরা। সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। বাড়ির একটি বাল্ব না জ্বলায় বিদ্যুতের সংযোগ মেরামতির চেষ্টা করছিলেন নলীন। আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি। প্রতিবেশী এক কিশোর নলীনকে এভাবে পড়ে থাকতে দেখে দ্রুত আশপাশের মানুষকে খবর দেয়। এরপরই দ্রুত তাঁকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই কোতুলপুর থানার পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। একইসঙ্গে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।